![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো আমাকে নয়, অন্য কাউকে
তাতে কি! ভালোতো বাসে ;
ভালোতো বাসে শঙ্খচিল
ময়ূরের পেখম, প্রেমিকের হাতে হাত রেখে রিকশা ভ্রমন ;
মৌসুমের প্রথম বৃষ্টি,
কিংবা আমের চাটনি ।
হয়তো আমাকে নয়, অন্য কাউকে করেছে আপন
তাতে কি!
আপনতো হয়েছে কেউ ;
পড়েনি আমার কবিতা
পড়েছে শঙ্খ ঘোষ, জয় গোস্বামী কিংবা জালাল উদ্দিন রুমি ;
তাতে কি! কবিতাতো পড়েছে ।
আমার চোখে রাখেনি তার গভীর কালো চোখ,
রেখেছে অন্য চোখে ;
তাতে কি!
ঐ চোখে স্বপ্নতো আমিই দিয়েছি বুনে !
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৮
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬
আদনান শাহ্িরয়ার বলেছেন: প্রথম ভালো লাগা !
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১০
রুপ।ই বলেছেন: মুগ্ধতা জানিয়ে গেলাম ।
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৮
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১
শায়মা বলেছেন: এক্সসেলেন্ট ভাইয়া!!!
অনেক ভালো লাগলো!!