![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন একদিন কেউ ভালবেসেছিল
কোন একদিন কেউ
ভুল পথের ধুলো মাড়িয়ে অস্থির কড়া নেড়েছিল দরজায় ।
কোন একদিন কেউ
কপট রাগ আর মমতার অভিনয়ে কাটিয়েছিল একটা পুরো রোদ ঝলমলে দুপুর ।
কোন একদিন কেউ
অজানায় হারাতে চেয়েছিল, একসাথে ।
তারপর পেরিয়েছি অনেকটা পথ,
যে যার মতন ।
কবিতায় থেকেছে সে,
আর আমি ?
একা পথে, আমার মতন ।
©somewhere in net ltd.