![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত নামছে, গভীর রাত
তুমি কি আসবে,
চুপি-চুপি নির্লজ্জের মতো ;
কোন সাক্ষী থাকবেনা,
রাত হবে মূক আর চাঁদটা অন্ধ ।
মিলবো আবার দুজন, সেই বুনো উন্মত্ততায় ;
আসবে আবার?
নির্লজ্জের মতো ।
সাক্ষীহীন এ অভিসার জন্ম দেবেনা কোন প্রেম,
অপ্রেমে কাটাবো রাত ।
আসবে? নির্লজ্জের মতো ।
©somewhere in net ltd.