নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হাফিজুর রহমান সাগর

মোঃ হাফিজুর রহমান সাগর › বিস্তারিত পোস্টঃ

“বিমূর্ত বিভ্রান্তি”

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

ফোনটা কাঁপছে । ক্লান্তির এই সময়টায় বড় বিরক্ত হলাম । দিনে কল আসে দুটি, এর বেশী আসলেই…...

এখন কে ?

হ্যালো বলার সুযোগ পেলাম না ।

অপর প্রান্ত থেকে- “ একদম কথা বলবেনা । শুধু কথানা, যদি জোরে শ্বাসও নাও তবে তোমার নাকে ঠাস করে ঘুষি মারবো ।”



তার নিঃশ্বাস নেবার সুযোগে বললাম- “ঠাস শব্দটা ঘুষি মারার পর হবে আগে না ।”



অপর প্রান্ত থেকে- “ চুপ ! একদম চুপ ।”



চুপ থাকাই শ্রেয় মনে করলাম !!! আবার গালি না দিয়ে বসে !!!!



অপর প্রান্ত থেকে- “ তুমি পেয়েছো কী ? আমাকে কী সিন্দাবাদের ভূত মনে করো !!! তুমি আমাকে ইচ্ছামতন ignore করবে আর আমি ক্যাঁচকি মেরে তোমার ঘাড়ে বসে থাকবো !!! ”



অনেক কষ্টে এটা বলার লোভ সামলে নিলাম যে- “ এটা কি B.T.V. তে দেখানো আলিফ- লায়লার সিন্দাবাদের ভূত !!?? সেটার মেকাপে-তো problem ছিল !!!

বললাম না !! আমি আবার মেয়েদের বড্ড ভয় পাই !! ”



তার কথার গাড়ি চলছিলই- “ আমি তোমার জন্য রাইফেল স্কোয়ারে ৪৫ মিনিট অপেক্ষা করেছি !! এই তুমি জানো আমার জন্য কমপক্ষে ১০০০... না না...১০০০০ ছেলে ৪৫ বছরও অপেক্ষা করবে, যদি আমি বলি !!! ”



মুখ ফসকে বলে ফেললাম- “ ৪৫ বছর পর বুড়ো বয়সে ওরা তোমাকে নিয়ে কি করবে !!?? ওদের ব্যাটারি তো ডাউন হয়ে যাবে !! ”



অপর প্রান্ত থেকে কোন উত্তর এলো না !! একদম চুপ !!

ভাবলাম, আমার যুক্তিতে সে মোহিত হয়েছে ......।



নিঃশব্দ সময় কাটল কিছুক্ষন ।



অপর প্রান্ত থেকে রাগ আর দ্বিধা মেশানো স্বরে সে বলল- “ এই ! আপনি কে !!?? এই নাম্বারে আপনি কলটা ধরলেন কেন !!?? ”



আমি বিজয়ীর স্বরে দার্শনিক (নাকি উদাস) ভাব নিয়ে বললাম- “ আমি হচ্ছি আমি !! কিন্তু আপনার জন্য may be রঙ নাম্বার !! ”





অপর প্রান্ত থেকে কোন সাড়া পেলাম না । লাইনটা কি কেটে গেলো !!??



খানিক বাদে লজ্জিত, অনুতপ্ত আর বিষণ্ণ কণ্ঠে সে বলল- “ আমি অত্যন্ত দুঃখিত । আসলে......... ”



আমি তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বললাম –“ আমি অত্যন্ত আনন্দিত... !!! ”



সে অবাক হয়ে বা হবার ভান করে বলল- “ কেন !!!!!!?????? ”



তাকে উত্তরটা আমার আর শোনানো হল না । লাইনটা কেটে গেলো । হয়ত তার টাকা ফুরিয়েছে ............।

আমিও আর কল দিলাম না !! ব্যক্তিত্ব বলে একটা ব্যাপার আছে না...!!!!!!!



তাকে বলতে না পারা তার প্রশ্নের উত্তরটা অন্য কাউকে বলতে ইচ্ছা হয়নি !! আজও হল না !!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

আমি অপদার্থ বলেছেন: :)

২| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.