নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হাফিজুর রহমান সাগর

মোঃ হাফিজুর রহমান সাগর › বিস্তারিত পোস্টঃ

“ লাস্ট ট্রেন ”

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩





কেমন ছিলে?

যেমন থাকে নিঃসঙ্গ বক, গোধূলি বেলায় ;



খানিকটা আবেগ স্মৃতি আর লজ্জা কি গ্রাস করল তোমায় ?

কাঁপা হাতে আঙ্গুল চালালে অবিন্যস্ত চুলে,

ঝকঝকে চশমার কাঁচ আঁচলে ঘষলে কিছুক্ষন;

বাহানায় কাটল কিছুটা সময় ।

অপরাধী চোখ রাখলে আমার চোখে,

আবার সরালে, আবার আটকা পড়লে ।

কি এমন অপরাধ ছিলো তোমার ?



সব পাপ, সব লজ্জা আমার......আমার;

আমিই বয়ে বেরিয়েছি -

যা ছিল আমার, যা আমার না; সবটা ।

তুমি ছিলে তোমার মতন,

সতেজ, প্রানবন্ত ।



হিসেবের কাল ফুরিয়েছে,

কেটেছে অনেকটা বছর ...

চেয়ে দেখো-

শীতের সন্ধ্যায় নিঃসঙ্গ প্লাটফর্ম, তুমি, আমি ;

শুনতে পাও, হুইসেলের শব্দ ?

এগিয়ে আসছে ট্রেন......লাস্ট ট্রেন ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.