![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের বিকেলে বুক হু হু করা নিঃসঙ্গতা নেমে আসে এই রেল স্টেশনে ;
চারদিকে অবারিত শুন্যতা,
পূর্ব আর পশ্চিমে দৃষ্টির শেষ সীমায় সরল রেল পথ ;
দুটি সরল পথ প্রেমে পড়েছিল কবে
জানেনা ওরা নিজেরাও ;
প্রেমে মশগুল ছিল আজন্ম, ঘর বাঁধেনি কভু ।
উত্তরে রেল লাইন লাগোয়া স্টেশন মাস্টারের ছোট্ট ঘর,
যেন নিঃসঙ্গ দ্বীপ ;
আর দক্ষিনে দিগন্ত জোড়া মাঠ,
ওপাড়ে অস্পষ্ট জনবসতি ......
জনবসতি !
মানে প্রেম, বিরহ আর দুঃখ কষ্টের মহাকাব্য ;
কত গল্প ।
এই স্টেশনের শূন্যতায় ঢেকে গেছে আজ
আমার শুন্যতা সব ;
নতুবা বলার মতো আমারও একটা গল্প ছিল,
সরল একটা ছন্দ ছিল।
মোটা কাচের আড়ালে এই স্টেশন মাস্টারের ঢেকে রাখা চোখে
কারো জন্য জমিয়ে রাখা জল ছিল ।
কিন্তু আজ !
নেই কিছু !
শুধু একটা প্লাটফর্ম, দুটি সরল পথ আর জমাট শুন্যতা ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০
নষ্ট কাক বলেছেন: সহজ শব্দের কথা গুলি 'সুন্দর হইছে' !