নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হাফিজুর রহমান সাগর

মোঃ হাফিজুর রহমান সাগর › বিস্তারিত পোস্টঃ

“ প্রেম এবং কথামালা ”

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫





প্রেমে পড়েছিলেন কখনও ?



হু ...



মুখ গোমড়া করে, বিরক্ত হয়ে জবাব দিলেন কেন ?

প্রেমে পড়া কি খারাপ ? !



হু, খারাপ ! প্রেমে পড়লে পা ভাঙ্গে !



মানে !!!!



মানে বলতে হলে একগাদা কথা বলতে হবে । এখন কথা বলতে ইচ্ছা করছে না । তাই চুপ করে থাকলাম ।



কি, কথা বলছেন না কেন ? আমাকে বলেন, প্রেমে পড়লে কিভাবে পা ভাঙ্গে !



কথা বলতে ইচ্ছা করছে না ।



না ! বলতে আপনাকে হবেই । এমন আজব কথা আমি আমার এই মানুষ্য জন্মে শুনিনি !



মানুষ্য জন্মের আগে কি ছিলেন ?



নো আর্গুমেন্ট ! আমার প্রশ্নের উত্তর দেন । নো ধানাই-পানাই ।



বলব কি বলব না তা নিয়ে দ্বিধায় পরে গেলাম । যেভাবে জোর করছে !!!!

অথচ তার সাথে আমার মাত্র ২০ মিনিট আগে পরিচয় । পার্কের এককোণের একটা বেঞ্চে বসে ভাবছিলাম । লোকে অবশ্য আমার এই ভাবার কায়দাটাকে ঝিমানো বলে ।

এ সময় এ মেয়ে এসে আমার কাছে জানতে চাইল, এখানে সে বসতে পারে কি না ।

এবং আমার অনুমতির তোয়াক্কা না করেই বসে পড়লো ।

আমি আমার স্বভাব মতো আমার ঝিমানো কন্টিনিউ করছিলাম । তার বিশেষ আগ্রহে আমাদের মধ্যে টুকটাক কথা হল । সেই আমাকে জানালো, তার বয়ফ্রেন্ড জ্যামে আটকা পরেছে । আর আমাকে নিরীহ মনে হওয়ায় আমার সাথে কথা বলে টাইম পাস করছে ।

এই সামান্য পরিচয়ে যে মেয়ে জোর করে তাকে না ঘাঁটাই উত্তম মনে করলাম ।



আমি আমার মহল্লার একটা মেয়ের প্রেমে পরেছিলাম ...



তারপর...



একদিন সে রাস্তা ধরে আসছিল আর আমি মুগ্ধ হয়ে তাকে দেখছিলাম । এভাবে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছি টের পাইনি ।

ফলে একটা ঠেলা গাড়ি আমাকে চাপা দেয় আর আমার ডান পা ভেঙ্গে যায় ।



মেয়েটি প্রান খুলে হাঁসতে শুরু করল ।

আমি আর পুরো পার্ক তার হাঁসির বিমুগ্ধ দর্শক হয়ে যাই । হাঁসি দেখতে দেখতে মনে হয়-

ওর বয়ফ্রেন্ড সারা জীবনের জন্য জ্যামে আটকা পরে থাকলে মন্দ হয় না......... !!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.