নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হাফিজুর রহমান সাগর

মোঃ হাফিজুর রহমান সাগর › বিস্তারিত পোস্টঃ

“ ঘোড়া এবং আমি ”

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১







স্যার, ঘোড়া দেখেছেন ?

মাথা তুললাম ; বড় বড় চোখে রাজ্যের কৌতূহল দেখতে পেলাম !



হু !!



বলেন তো- ঘোড়া আর আপনার মধ্যে মিল কোথায় ?



চমকে উঠলাম । আমার সাথে যে ঘোড়ার কোন মিল আছে তা তো জানতাম না ।

রাগটা কোন স্তরে তুলবো বুঝতে পারছি না । রাগলে আমার লজিক এলোমেলো হয়ে যায় । এ মেয়ে অতি বদ এবং অতি চালাক । আমার রেগে যাবার সুযোগ নিয়ে এ আমাকে গভীর চোরাবালিতে নিয়ে ফেলবে , আর উঠতে পারবো না ! এখনতো তাও ঘোড়া, তখন কি হতে হয় কে জানে ।



লেখার সময় কথা না ; লেখা শেষ কর ।



স্যার, রাগ করলেন ?



না ।



একটা কথা বলি স্যার ?



না, কোন কথা না ।



শুধু একটা ! এটা শুনলে আপনার রাগ কমবে ।



কৌতূহল দেখানো উচিত হবে না, তাই নির্লিপ্ত ভাবে তাকালাম ।



আমার ঘোড়া খুব পছন্দ !! বাবাকে বলেছি, আমাকে একটা ঘোড়া কিনে দিতে !!

সবচেয়ে ভালো হয় ঘোড়া না হয়ে ঘোড়ার মতো হলে !!



এর হেঁয়ালি আমি বুঝতে পারলাম না । বোঝার চেষ্টাও করলাম না । তার এই কোথায় আমার রাগ কেন কমবে তাও বুঝলাম না ।

এই মেয়ের কোন কিছুই আসলে আমি বুঝি না । অসম্ভব মেধাবী এই মেয়েটিকে ঠিক সুন্দরী বলা যায় না । চাঁপা নাক, নাদুস-নুদুস মুখ আর মুখে কোমল লাবণ্য ।

তবে এর চোখ হাজার মেয়ে থেকে একে আলাদা করেছে । ভারী কাঁচের আড়ালে অসম্ভব সুন্দর চোখ দুটি যেন ভাসছে । মানুষের চোখ যে এতো সুন্দর হয় জানা ছিলনা ।



স্যার খুশি হয়েছেন ?



এখানে খুশির কি আছে !!



হু, তাও তো কথা ! খুশির কি আছে !

মনে হল মেয়েটির হাসি খুশি মুখে খানিকটা কালো মেঘের ছায়া পড়লো ।



আমার রেজাল্ট হয়েছে । মা সব সাবজেক্ট এর মার্কস-ও তুলেছেন । সবগুলোতে ৯০ এর উপরে, শুধু আপনারটাই ৭৫ ।



মনটা খারাপ হয়ে গেলো । এরা আমাকে বিদায় করে দিবে বোঝা যাচ্ছে । বাতাস খেয়ে তো বেঁছে থাকা যায়না ।



আপনি একদম পড়াতে পারেননা । আমার সব টিচার এর মধ্যে আপনি পচা, একদম C গ্রেড ।



আমার দিকে তাকাতেই মুখ নিচু করে ফেললাম । চোখে পানি চলে এসেছিল ।



তবে মা-কে এসব বলিনি ; বলেছি আমি পরীক্ষায় উত্তর লিখতে গিয়ে গিট্টু পাকিয়ে ফেলেছিলাম ।



আমি চমকে তাকালাম ! এই বাচ্চা মেয়েটাকে কতোই না মমতাময়ী লাগছে ।



এবার বলি ঘোড়ার সাথে আপনার মিলটা কি ?



হু ।



ঘোড়া যেমন মুখ সব সময় নিচু করে রাখে মাঝে মাঝে তোলে, আপনিও তাই ।



মেয়েটি আমার দিকে তাকিয়ে চাঁপা হাসি হাসছে, সাথে হাসছে তার চোখ ।

নাহ ! ঘোড়ার সাথে মিল থাকায় এখন আর তেমন খারাপ লাগছে না !!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.