![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতীত দিয়েছে ছুটি ;
কতো ঝঞ্জা, কতো রক্তক্ষরণ ;
কতো শীতার্ত সকালে থেকেছি নিরাভরণ ।
কতো মিথ্যে মিথ্যে প্রেমে,
কতটা সত্যি সত্যি অভিনয়ে ;
কতবার ফানুস উড়িয়ে অবাক থেকেছি চেয়ে ।
কতো গল্প কতো গান,
কতশত ফোঁটা বৃষ্টিতে ভিজেছে মেয়ে ;
সবই ফেরে,
স্মৃতির পথ বেয়ে ।
©somewhere in net ltd.