![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিগন্তে মিলিয়ে গেলো পাখি,
যেখানে আকাশ ছুঁয়েছে মাটি ।
আমার তৃষিত নয়ন অপেক্ষায় কাঁটালো কাল ;
একটা সকাল...... একটা বিকেল,
দিন মাস গড়িয়ে মহাকাল,
প্রতীক্ষার দৈর্ঘ্য বাড়িয়েছে কেবল ।
আমার আমিতে আজ দিগন্তের ছায়া-
ক্লান্ত সময়, ক্লান্ত চোখের মায়া ;
শুধু অক্লান্ত পাখির কায়া ।
©somewhere in net ltd.