![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি তেমন করেই হেসে হেসে গল্প করো ;
শিশুর সারল্যে হাত নাড়ো ,
অনেক অনেক কথা বলো ।
চঞ্চল মন
লাল পদ্ম পেলে মাথায় গুজে
গলা ছেড়ে গান করো ।
এখনও কি শেষ বিকেলে
আকাশটাকে বন্ধু ভেবে মেয়ে বেলার গল্প বলো ।
মা বকলে
এখনও কি ভেতর ভেতর গুমরে মরো ।
বৃষ্টি এলে
একান্তই ফোটাগুলো শরীর ছুলে
চমকে উঠে দীর্ঘশ্বাস গোপন করো ।
মাঝরাতে
চাঁদটা যখন তোমায় খোঁজে ,
স্মৃতি তার দুয়ার খোলে ,
তখন কি নিজের সাথে লড়াই করে ঘুমিয়ে পড়ো ।
©somewhere in net ltd.