![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাউস চাঁদটা যখন মধ্য আকাশে ,
মাঝরাতে
জ্যোৎস্না গলে গলে পড়ছিল তোমার উঠোনে ,
তখন আমি ক্ষুধার্ত ছিলাম ।
প্রিয় কাকটা ডেকে ডেকে হয়রান হয়ে
উড়ে গেলো দিগন্ত রেখায় ;
ফিরল না আর ,
তখন আমি ক্ষুধার্ত ছিলাম ।
সারাটা উদ্যান ঘুরে-
প্রেমিক প্রেমিকার প্রকাশ্য চুম্বন
আর বাদামওয়ালার অবিরাম চিৎকারের
স্মৃতি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলাম ,
তখন আমি ক্ষুধার্ত ছিলাম ।
স্বর্গ দূত মৃত্যুর বার্তা পড়ে শোনালেন ,
বললেন- চলো, অসীমের পানে ;
তখনও আমি ক্ষুধার্ত ছিলাম ,
তোমার জন্য তৃষ্ণার্ত ছিলাম ।
©somewhere in net ltd.