![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল বৃদ্ধরা যুবক হোক ,
বৃদ্ধারা যুবতী ;
যদি তাই হয়-
তবে তোমার বা আমার কি ক্ষতি ।
সকল হাঁস তার সঙ্গী খুজে নিক , প্রেমের জল ;
উদ্দাম জলকেলি আর নৃত্যের তাল ।
সব পূর্ণিমায় খোড়লে থাকুক শেয়াল ,
হোক পৃথিবী পাড় মাতাল ;
থাকুক মিথ্যে, সত্য আড়াল
আর তুমি অভিনয়ে বেসামাল ।
সব বৃদ্ধা প্রেমে পড়ুক আবার ,
সব শুঁয়োপোকা হোক প্রজাপতি ।
যদি তাই হয়-
তবে আমার বা তোমার কি ক্ষতি ।
সব রাজপথ ফিরে যাক,
খানিকটা দখিনা হাওয়া তোমার বাড়ি ;
মুখ ভাঁড় কপোতী ,
কেন বারবার তোমার প্রেমেই পড়ি ।
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৫
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
ইকরাম হোছাইন জারিফ বলেছেন: অনেক ভাল লাগসে ভাই