নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হাফিজুর রহমান সাগর

মোঃ হাফিজুর রহমান সাগর › বিস্তারিত পোস্টঃ

“ নকশাবন্দী ”

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৪



তোমায় নিয়ে অনেকগুলো সকাল দেখবো,

পন ছিলো ।

বর্ষার প্রথম কদম তোমায় দেবো ,

তোমায় নিয়ে বৃষ্টি ছোঁবো ;

ওয়াদা ছিলো ।

হাড় কাঁপানো শীতের রাতে এক চাদরে উষ্ণ হবো,

ইচ্ছে ছিলো ।

মধ্য রাতে চাঁদের আলোয় খুব গোপনে

তোমার সঙ্গে প্রেম করবো ,

স্বপ্ন ছিলো ।



এক বিকেলে তোমায় আমি হারিয়ে ফেলে

ধূসর রঙের কষ্ট নিয়ে বাড়ি ফিরবো ,

আবার যখন ফিরে পাবো ,

হিমালয়ের চূড়ায় উঠে পৃথিবীকে জানিয়ে দেবো ;

পরিকল্পনা ছিলো ।

ইচ্ছে করে মোবাইলটাকে বন্ধ রেখে

মাঝ রাতে বাড়ি ফিরবো ;

মাতাল হবো , কষ্ট দেবো ;

তোমার চোখের জলের প্রতি ফোঁটায় ,

আমার জন্য জমিয়ে রাখা ভালবাসার স্পর্শ নেবো ;

চিন্তা ছিলো ।

কোন এক অবসরের সন্ধ্যা বেলা -

ঝুলবারান্দায় ধূমায়িত চায়ের কাপে চুমুক দেবো ;

তুমি গান গাইবে ,

আমি বিমুগ্ধ , একমাত্র শ্রোতা হবো ;

আকাঙ্খা ছিলো ।



সপ্তায়ান্তে -

তুমি আমি সময়টাকে লুকিয়ে ফেলে

প্রথম প্রেমের মতো দুপুর রোদে সবার চোখ এড়িয়ে

পার্কে যাবো , প্রেম করবো ;

হাত ধরবো , চুমু খাবো ;

ভাবনায় ছিলো ।

বোশেখের মেলায় যাবো ,

বখাটেরা পিছু নিলে হিরো হবো ;

ফিরতি পথে কালবোশেখীর মাতাল ঝড়ে

কারো বাড়ির বারান্দাতে অতিথি হবো ;

চমকে ওঠা আকাশ আলোয়

তোমার চোখে ভবিষ্যতের নকশা আঁকবো ।



তুমি আমি ,

আমি তুমি ,

সেই নকশায় বন্দি হবো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.