![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জমছেনা আজ বর্ষাটা ,
কি নেই ! কি নেই !
যোগ হল চায়ের কাপ,
যোগ হল বৃষ্টির গান ;
জমছেনা আজ তবুও ।
কি নেই ! কি নেই !
সেই বারান্দা, মেঘের ডাক ;
কালো সাদা মেঘের মিশেল, ঝলকে ওঠা আকাশ আলো ;
জমছেনা আজ তবুও ।
কি নেই ! কি নেই !
টবের গাছের বৃষ্টি স্নান,
ফাঁকা রাস্তায় তরুণীর উদ্ভাসিত মন ;
কার্নিশে জড়সড় কাক- আমার প্রিয়জন ;
জমছেনা আজ তবুও ।
কি নেই ! কি নেই !
চমকে উঠি ,
বারান্দার শিক গলিয়ে, হাত বাড়িয়ে দাড়িয়ে থাকা তুমি নেই ।
আসবে নাকি,
সমাজটাকে পিছে ফেলে ;
অপূর্ণ এই বারান্দাকে-
পূর্ণতায় ভরিয়ে দিতে ;
আমার জন্য আরেকবার বৃষ্টি ছুঁতে !
©somewhere in net ltd.