নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হাফিজুর রহমান সাগর

মোঃ হাফিজুর রহমান সাগর › বিস্তারিত পোস্টঃ

“ আমি এবং আমি ”

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১





Subconscious Mind : কি শুরু করেছো আবার ?



Conscious Mind : কি শুরু করেছি ?



Subconscious Mind : কেন জাননা তুমি ??!!



Conscious Mind : না, জানি না ।



Subconscious Mind : আমি বলবো ?



Conscious Mind : বল ।



Subconscious Mind : তুমি আবার প্রেমে পড়ার চেষ্টা করছ !!



Conscious Mind : প্রেমে আবার কেউ চেষ্টা করে পড়ে নাকি ?? !! এটা তো হয়ে যায় ।



Subconscious Mind : তাই !! তোমার ইতিহাস তো তা বলে না ।



Conscious Mind : ইতিহাস কি বলে ??



Subconscious Mind : তুমি ২০০৬ সালে.........



Conscious Mind : থামো থামো... তুমি পুরনো ব্যাপার নিয়ে বড় ঘাটাঘাটি করো !!



Subconscious Mind : আরে বলি । তুমি মনে করতে পারছনা, মনে করিয়ে দেই ।



Conscious Mind : দরকার নেই । আমার অল্প অল্প মনে পড়ছে ।



Subconscious Mind : আমি একটু ঝাঁকি দিলেই পুরোপুরি মনে পড়বে ।



Conscious Mind : তোমার জ্বালায় আর বাঁচি না । যাই করি, তার মধ্যে তুমি তোমার লম্বা নাকটা ঢুকিয়ে দাও ।



Subconscious Mind : আমার নাকের উপর দিয়ে পাড় পাবার চেষ্টা করো না । বয়স তো কম হলনা ! একটু রিভিউ করো । ব্রেকআপ গুলোর ব্যাপারে বল ।



Conscious Mind : ব্রেকআপ গুলো !! তুমি আমার মান সম্মান আর রাখলে না । পাবলিক কি বলবে !



Subconscious Mind : কথা না পেঁচিয়ে বলতে থাকো ।



Conscious Mind : কোন ব্রেকআপেই আমার দায় নেই !!!! আমি সৎ ছিলাম !!!



Subconscious Mind : তোমার দায় নেই সেটা মেনে নিচ্ছি । কিন্তু তুমি তো ১০০ ভাগ সৎ ছিলেনা ।



Conscious Mind : আমি কিন্তু একজন সাধারন মানুষ । যেটুকু ভেজাল মানে অসততা ছিল, তা মেনে নাও ।



Subconscious Mind : মেনে নিলাম । তারপরও মনে রেখো- তোমাকে মানুষ হতে হবে ; সংজ্ঞায় মানুষ না, বৈশিষ্টে মানুষ ।



Conscious Mind : জ্ঞান দিয়ো না ।



Subconscious Mind : দিবো না । এবার বর্তমানে আসো ।



Conscious Mind : তুমি ভালভাবেই জানো তাকে আমার ভাল লাগে । এখন না, আগে থেকেই । কিন্তু চান্স পাইনি ।



Subconscious Mind : চান্স পাওনি !! ??



Conscious Mind : উফ !! তুমি !! চান্স পেয়েছিলাম, এক মাস কথাও বলেছিলাম ফোনে ।



Subconscious Mind : তখন তোমার আরও একটি প্রজেক্ট চলছিল ।



Conscious Mind : এসব কথার মানে কি ?? !!



Subconscious Mind : বোঝাবার চেষ্টা করছি- তুমি অনেকটা জোর করে প্রেমে পড় । তারপর যার প্রেমে পড় তাকে তোমার প্রেমে পড়ানোর জন্য বিভিন্ন কায়দা কানুন করো !!

মাঝে মাঝে সফল হও, মাঝে মাঝে অসফল ।



Conscious Mind : তুমি তো আমাকে বলতেই দিচ্ছনা !



Subconscious Mind : আচ্ছা, চালিয়ে যাও ।



Conscious Mind : তার যা ভাব, তাতে একমাসের বেশি কথা বলা আমার জন্য অসম্ভব ছিল । অনেকে চান্স নেবার চেষ্টা করেছে, পাত্তা পায়নি ।

এতো দিন পর ফেবুতে পেলাম, বন্ধুত্বের অনুরোধ পাঠালাম । ভেবেছিলাম অনুরোধ রাখবে না কিন্তু রাখল ।



Subconscious Mind : আর তুমি ভাবলে কেল্লাফতে । প্রেম হয়ে গেছে ।



Conscious Mind : এমন ভাবে বলছ কেন !! তার মতো সুন্দরী মেয়ে খুব কম চোখে পড়ে, তার ব্যক্তিত্বও ভাল । খারাপ কিছু তার নামে কখন শুনিনি ।

যা একটু বেশি ভাব, তাতো থাকবেই ।



Subconscious Mind : এটা তো ভালোলাগা, ভালবাসা না । তুমি কি শুরু করলে- ঘণ্টার পর ঘণ্টা চ্যাটিং, যত্ন নেবার চেষ্টা, ফেবুতে তার আসার জন্য অপেক্ষা, বিভিন্ন বাহানায় তার কাছে তার প্রিয় গান পৌঁছানো ........... ।

এসবের মধ্যে তোমার সেই পুরনো চিত্র আমি দেখতে পাচ্ছি ।



Conscious Mind : তুমি অফ যাও । আমি জানি সে আমার প্রেমে পড়বে না । কোন সম্ভাবনাই নেই ।



Subconscious Mind : সে জানি । তাই বেশি বাধা দিচ্ছি না । কিছু দিন পর তুমি যখন তোমার ভোতা মুখ নিয়ে আবার আমার সামনে দাঁড়াবে, তখন কথা হবে !!

বিদায় ।



Conscious Mind : বিদায় ।









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.