![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার সেই পুরনো দরজা ;
অপ্রয়োজনীয় ডোরবেল, কড়া না নাড়ার লজ্জা ।
সহজ কিন্তু অসীম অনাগ্রহের তালা ,
শত বছরের পুরনো নিঃসঙ্গতা আর
কবরের ঠাণ্ডা ভ্যাপসা বাতাস নিয়ে খেলা ।
আবার সেই পুরনো ঘর-
ঘরই তো !
খাট, টেবিল আর চেয়ার ;
অস্পষ্ট ছায়া, কতশত বইয়ের পাহাড় ।
আবার সেই পুরনো জানালা ,
বাইরে- নয় কনস্টবলের ল্যান্ডস্কেপ ;
শুধুই নোনা ধরা দেয়াল, দুর্গন্ধময় নালা ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: কি ?
২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
ভারসাম্য বলেছেন:
কি আবার! ফিরেও না ফেরার মত অবস্থা আমারও।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: তাই !! ??
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
ভারসাম্য বলেছেন: হুমম। ++