![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার কষ্ট ছুঁয়ে দেবো ,
ঠিক দেখো-
তোমার সাদা কালো হাসি মুখে খানিকটা লাল হলুদ রঙ মেশাবো ।
ঘরকুনো আর মা ঘেঁষা জগতটাকে ,
শরতের মেঘ দিয়ে সাজিয়ে দেবো ।
উদাস চলো ,
একলা লাগলে আমার চোখে চোখ রেখো ;
নরম হাতটা শক্ত করে আমৃত্যু ধরে রাখবো ।
জ্যোৎস্না রাতে আকাশপানে বৃথাই তুমি চোখ রাখো ,
আমায় বল-
একতুড়িতে চাঁদটাকে তোমার বাসার ঘরের ঝাড়বাতিতে লাগিয়ে দেবো ।
আকাশটা বড্ড হালকা নীল ,
তাকে তোমার প্রিয় গাঢ় নীলে রাঙ্গিয়ে দেবো ।
ঠিক দেখো-
তোমার আলসেমিতে গা মিলিয়ে ,
ছোট্ট এই জীবনটাকে শেষ বিন্দুতে টেনে নেবো ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: ঠিক দেখো-
তোমার আলসেমিতে গা মিলিয়ে ,
ছোট্ট এই জীবনটাকে শেষ বিন্দুতে টেনে নেবো ।
............................চমৎকার। ধন্যবাদ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১
েফরারী এই মনটা আমার বলেছেন: মারহাবা-মারহাবা!
আহ্লান-সাহ্লান
তব তাশরীফান!!
ইয়া রাসুলুল্লাহ্
ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম!!
আসমান-জমীনে সবাই বলে
আজকে সবচেয়ে খুশির(ঈদের) দিন ,
এই ধরাতে তাশরীফ এনেছেন
যিনি রহ্মাতুল্লিল আ'লামিন ।।
আজ মহাসন্মানিত ১২ই রবিউল আউয়াল শরীফ ।
এই দিনে কুল মাখলুকাতের যিনি সর্বশ্রেষ্ঠা হযরত আমিনা আলাইহাস সালাম উনার পবিত্র কোল মুবারকে তাশরীফ এনেছেন যিনি সাইয়্যিদুল মুরসালীন ,ইমামুল মুরসালীন ,রাহ্মাতুল্লিল আ'লামিন ,রউফুর রহীম,নুরে মুজাসসাম,হাবীবুল্লাহ্ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
Click This Link
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: বুঝলাম না বস !!
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০
এম এ কাশেম বলেছেন: চমৎকার কবি...................