![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর বৃষ্টির রাত-
ভেজা মাটির সোঁদা গন্ধ ;
জেগে উঠছে ভেতরের পশু ,
যা ছিল হৃদয় গভীরে বন্ধ ।
আবার মাথায় চেপেছে খুন ,
যেন দ্রুতলয়ে বাজছে ,
কোথায় সেই সেতারের পাগলাটে ধুন !
লাল লাল রক্ত, লাল লাল রক্ত-
সারাটা সত্ত্বা জুড়ে তৃষ্ণার আগুন ।
গভীর বৃষ্টির রাত-
ঘন জঙ্গল, অস্পষ্ট পদ শব্দে ভয়ের আবাদ ,
আর অতৃপ্ত আত্মার ভেসে আসা করুন আর্তনাদ ।
©somewhere in net ltd.