নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হাফিজুর রহমান সাগর

মোঃ হাফিজুর রহমান সাগর › বিস্তারিত পোস্টঃ

“ তোমাতে আমার ছায়া ”

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০





দিনের শেষে,

সামান্য আলো আটকে থাকা লাল আকাশটায়,

এক ঝাঁক পাখির মাঝে

নিঃসঙ্গ পাখিটি আমি ছিলাম ।

ফার্মগেটে,

বাড়ি ফেরা মানুষের অস্থির ভিড়ে,

অলস হেটে চলা যুবকটি আমি ছিলাম ।

বিরক্তিকর ক্লাসে,

তোমার প্রিয় ব্যাগটায় জীবন বিষিয়ে তোলা বইগুলোর মাঝে,

নিশ্চল মুঠোফোনে না আসা কলটি আমি ছিলাম ।

ইউনিভার্সিটির ক্যান্টিনে,

তুমি আর তোমার বন্ধুদের তুমুল আড্ডার মাঝেও-

সামনের টেবিলে পিঠ দিয়ে বসা,

বারবার তোমার অসহায় দৃষ্টি কেড়ে নেয়া ছেলেটি আমি ছিলাম ।



নিউমার্কেটে,

এতো এতো মানুষের মাঝেও-

তোমার প্রানবন্ত হাসি আর মায়াময় শরীর ছুঁয়ে,

সামনে চলে যাওয়া মানুষটি আমি ছিলাম।

বাণিজ্য মেলার ভিড়ে,

বিরক্ত, হতাশ আর ঘামে ভেজা তোমার চমকে ওঠার কারন-

সেই ছায়াটি আমি ছিলাম ।

লোকাল বাসে,

দাড়িয়ে থাকা অতো মানুষের মাঝেও,

তোমার জন্য ফাঁকা হয়ে থাকা সিটটি আমি ছিলাম ।

মাঝরাতে,

বইয়ের প্রণয়ে ক্লান্ত তোমার চোখ ছুঁয়ে যাওয়া দুষ্ট বাতাসটি আমি ছিলাম ।



বিরল নিঃসঙ্গ ক্ষণে,

তোমার গাল বেয়ে অকারন গড়িয়ে পড়া একমাত্র অশ্রু ফোটাটি আমি ছিলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.