![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা হল,
বিষাদের সুর মেখে-
ঘুম ঘুম, দুঃখ দুঃখ স্বরে ;
গাঢ় নীল আর নিঃসঙ্গতার চাদরে মোড়া সপ্তাখানেক পরে ।
কথা হল,
কান্না চেপে, হারানো প্রিয়জনের রাশি রাশি স্মৃতি মাথায় নিয়ে ।
কথা হল,
খেয়ালে কখনওবা বেখেয়ালে ;
হালকা চালে, থেমে থেমে-
দীর্ঘশ্বাসের ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে তালে ।
কথা হল,
অস্বাভাবিক দীর্ঘ দিবারাত্রির সপ্তাহখানিক পরে ।
©somewhere in net ltd.