নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হাফিজুর রহমান সাগর

মোঃ হাফিজুর রহমান সাগর › বিস্তারিত পোস্টঃ

“ খুনির বায়োগ্রাফী ”

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮





আমি একজন খুনির চোখে মমতা দেখেছি ,

দেখেছি আণুবীক্ষণিক অশ্রুবিন্দু ।

একজন খুনির ট্রিগারে কম্পমান আঙ্গুলে ,

আর দ্বিধান্বিত চোখের পাতায় ক্লান্তি দেখেছি ।

আমি একজন খুনির ক্রোধে রক্তিম মুখের আড়ালে ,

নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখার তাগিদ দেখেছি ;

দেখেছি লাল লাল চোখে সতেজ সবুজ বন ।

একজন খুনির কপালের প্রতি ভাজে ,

আসন্ন মৃত্যুর দর্শক হবার যাতনা দেখেছি ।





আমি একজন খুনির বুকে কান পেতে-

ধ্বংসের প্রলয়ধ্বনি শুনতে চেয়েছি ;

শুনেছি জমানো স্যাত স্যাতে কান্নার শব্দ ।

একজন খুনির বেড়ি পরা বোধ দেখতে চেয়েছি ,

দেখছি তার সমুদ্রসম ফেনিল অসহায় হৃদয় ।

আমি একজন খুনির অগোছালো চুলে ,

প্রেমিকার হাতে পরিপাটি হবার তীব্র বাসনা দেখেছি ;

দেখেছি সেই স্পর্শ-স্পর্শ খেলার আনন্দময় অপেক্ষা ।

একজন খুনির হাত ছুঁয়ে মৃত্যুর শীতলতা অনুভব করতে চেয়েছি ;

কিন্তু অনুভব করেছি একটি আটকে পড়া জীবনের উষ্ণ প্রস্রবন ।







আমি একজন খুনির চোখে খুনিকে দেখতে চেয়েছি ,

কিন্তু সেখানে আমি অবাক বিস্ময়ে, আমাকে দেখেছি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.