নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হাফিজুর রহমান সাগর

মোঃ হাফিজুর রহমান সাগর › বিস্তারিত পোস্টঃ

“ অভিমান ”

২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬







ভাবছি হারিয়ে যাবো দূরে-

খুজবেনা কেউ জানি,

তবু হারিয়ে যাবো পথে ।

পথ তো আছে অনেক,

যাবার বেলা যাবো- তোমার বাড়ি হয়ে ।

জানি- চোখে জল, শুভ বিদায়, হাত নাড়া

হবেনা তার কিছুই ;

তবু যাবো-

যদি কেউ আমায় ফেরায়, নিতান্তই মনের ভুলে !



ভাবছি হারিয়ে যাবো বনে-

খুজবেনা কেউ জানি,

তবুও হারিয়ে যাবো কাঠঠোকরা আর বন বেড়ালের মাঝে ।

স্মৃতি তো আছে কত!

সবটা না, শুধু তোমারটুকুই নেবো ।

ঘুরবো ফিরবো, নিঃসঙ্গতার হাহাকারে মিশে যাবো ;

হঠাৎ করেই-

আমাদের সেই সময়টাকে ছড়িয়ে দেবো বন প্রহরীর ডালে ,

অল্প কিছু জারুল আর কৃষ্ণচূড়ার ফুলে ।



অভিমানে আলোয় থেকে কালোয় যাবো !

জানি- আলোয় থেকে আলোর মাঝে হারিয়ে যাবে তুমি,

আর কালোর মাঝে বন্দি রবো, আজন্ম এই আমি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.