![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিন্তু আবার আসবো-
ঝাঁ ঝাঁ রোদের দ্বিপ্রহরে বা মাঝরাতেও আসতে পারি ।
আসতে পারি খুব সকালে, যোগব্যায়ামে সঙ্গ দিতে ;
নতুবা শেষ বিকালে,
চায়ের কাপ আর গল্পে গল্পে সময়টাকে পার করতে ।
আমি কিন্তু আবার আসবো-
পায় হেটে বা ঘোড়ায় চড়েও আসতে পারি ।
আসতে পারি বাসে চেপে,
ক্লান্ত চোখে, ভিড় পেরিয়ে ।
আমি কিন্তু আবার আসবো-
কনকনে এক শীতের রাতে,
উষ্ণতায় স্বপ্নটাকে গলিয়ে দিতে ।
কেমন হবে,
যদি আসি তুমুল বর্ষায় ভিজতে ভিজতে,
কদম হাতে বোকার মতো হাসতে হাসতে ।
নাকি আসবো কাঁঠাল পাকা জ্যৈষ্ঠ মাসে ?
ঘেমে নেয়ে, তোমার ঠোটে তৃষ্ণা মেটাবো- সেই প্রয়াসে ।
আমি কিন্তু আবার আসবো-
শুক্র, শনি ছুটির দিনে বা
তুমুল ব্যস্ত রবিবারেও আসতে পারি ।
আসতে পারি সপ্তাহের বাকি দিনে,
কাজ আর সব প্রয়োজন বিদায় দিয়ে ।
আমি কিন্তু আবার আসবো,
সত্যি সত্যি আবার আসবো ।
©somewhere in net ltd.