নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হাফিজুর রহমান সাগর

মোঃ হাফিজুর রহমান সাগর › বিস্তারিত পোস্টঃ

“ তারা দুজন দুজনকে চিনতো ”

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২১





মেয়েটি-

আমি ছেলেটিকে চিনতাম ;

ভীরু পায়ে পথ চলতো আর

অবাক চোখে মানুষ দেখত ।

রোজ বিকেলে, লাল রঙ্গা আকাশটাকে মাথায় নিয়ে সে আসতো ।

চোরা চোখে, লজ্জা আর ভয় নিয়ে আমার দেখত ।

আমি তখন ঝুলবারান্দায়-

শালিকটাকে গল্প শোনাই ।





ছেলেটি-

মেয়েটিকে রোজ দেখি,

ছটফটে আর স্বপ্ন স্বপ্ন তার আখি ।

সন্ধ্যা নামার আগেই যখন বাড়ি ফিরি ,

তার বাড়ির সামনে এলেই আস্তে চলি ,

সময় নিয়ে পা ফেলি ।

ঘাড় ঘুরিয়ে তাকে দেখি, তাকে দেখি ;

এতো অল্প সময়,

তাতেই আমার স্বপ্নগুলো জীবন পায় ।





মেয়েটি-

আমার মতো আমি থাকি ,

বিকেল হলেই রাস্তার উপর চোখ রাখি ।

ছেলেটি আর আমি চোখা-চোখির খেলা খেলি ।

শীত পেরিয়ে গ্রীষ্ম এলো ,

এক বিকেলে ছেলেটি হঠাৎ করেই হারিয়ে গেলো ।

বিকেল যায়, সন্ধ্যা আসে-

যখন শরৎ পাশে, শালিকটাও আমার মতো কষ্টে ভাসে ।





ছেলেটি-

আচমকাই এক দুপুরে জীবন বলল-

দাও বিদায়।

কিন্তু আমার বিকেলগুলো স্বপ্ন ছোঁয়নি ,

মেয়েটির শূন্য আকাশ,

সেখানে ঘুড়ি ওড়াবার ইচ্ছেও তো পূর্ণ হয়নি !

তবুও জীবন তাড়া দিলো,

বিকেল হবার খানিক আগেই, আমায় ছেড়ে উড়ে গেলো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.