![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুইসেলে স্বপ্ন ফিরে যায়,
হুইসেলে স্বপ্ন ফিরে আয়।
স্বপ্ন আজ ঠেউয়ের কনায় ভাসে,
সারেং এখন রেফারির বেশে।
বিদায় বিদায় বিদায়
বিদায় হাত নাড়ে,
সৌজন্যতার মুঠির মাঝে কষ্ট চেপে রাখে।
সাদা আকাশ,
নীল বৃষ্টির ফোয়ারা ছোটায়;
মানুষগুলো ছাতা সরায়,
খোলা চোখে দুঃখ শুষে নেয়।
আবার হবে দেখা,
সময়ের সাথে সময় রবে একা।
অপেক্ষা অপেক্ষা অপেক্ষা
অপেক্ষার মাঝেই জীবন।
ইচ্ছে চাপা মিলনে
বিরহের শাষন।
২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩২
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকে :-)
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫
অপূর্ণ রায়হান বলেছেন: রুপক কবিতা ভালো হয়েছে ভ্রাতা
শুভেচ্চাহ নিবেন