![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌন অনেকক্ষণ-
কেটে গেল হেলায়
এই রক্তিম গোধূলী বেলায়!
আমরা পথচারী, বিপরীত পথ
আলগোছে দেখা হলো,
চেনা মুখ, ঝাপসা স্মৃতির কাচ ঘষে দেখবার ছলে
বুক চিরে কথাগুলো বের হতে হতে কেমন যেন জমে গেল।
ব্যস্ত নগর, ত্রস্ত নাগরিক
আমরা স্থবির - অনুভূতিহীন, যান্ত্রিক।
চুপচাপ অনেকক্ষন,
ধুলোর নগরীতে সন্ধ্যার আগমন;
কোলাহল, সরব মানুষের জীবনের গান-
বাস্তবিক সন্ধ্যায় জীবনের পথে আমাদের প্রস্থান।
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১২
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: হুম
২| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০১
বিজন শররমা বলেছেন: লজ্জা নাই, তাই গেল না কবতে লেখার বাতিক ।
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১২
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: বুঝলাম না!
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লিখেছেন ৷হয়ত বাস্তবিক সন্ধ্যায় জীবনের পথে আমাদের প্রস্থান ৷