![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে আমার স্বদেশ,
কতবার ধর্ষিত হলে পড়ে
ইতিহাস তোমায় রেহাই দেবে?
সেই একাত্তর,
ভেবেছিলে শেষ!
অথচ এই উনচল্লিশটা বছর
প্রতিদিন, প্রতিমুহূর্ত কি তুমি ধর্ষিত হওনি?
তোমার শরীরে অপমানের চিহ্ন,
বাতাসে অসুস্থ কামনার আশটে গন্ধ।
প্রমান করতে পারি,
আমি বধির নই।
কান পাতলেই শুনতে পাই-
তোমার চাপা কান্না, আমার জাতীয় সংগীত।
©somewhere in net ltd.