![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যরাতে আমার জন্য যদি কারো সময় হতো,
স্বপ্নের সাথে মিশিয়ে তাকে নেশায় নেশায় সকাল
হতো।
যদি কেউ আমার জন্য গান লিখতো,
ভালবাসার আলতো সুরে পৃথিবীর শ্রেষ্ঠ সংগীত সৃষ্টি
হতো।
আমার জন্য যদি কেউ তার চোখে জল জমাতো,
নিরস বৃষ্টি আরও খানিকটা কোমল হয়ে ঝরে পড়তো।
যদি কেউ আমার জন্য অপেক্ষার কষ্ট পুষতো,
চব্বিশটা ঘন্টাই তবে মধুর হতো।
সত্যি সত্যি যদি কেউ আমার প্রেমে মগ্ন হতো,
কসম খোদার,তবে ভালবাসার সংজ্ঞাটাই পাল্টে
যেতো।
০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: ধন্যবাদ :-)
২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৭
মনিরা সুলতানা বলেছেন: হুম পাল্টা তে বাধ্য
লেখা ভালো হইসে।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকে :-)
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।