![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালের পবিত্র আলোয়
রাজা বাহাদুর সড়কের স্বাস্থ্যপ্রেমী মহিলাদের
ভীড়ে লাল কামিজ পড়া মেয়েটা কি তুমি ছিলে?
কাছে যেতে যেতে হারিয়ে গেলে জমাট মানুষের
ভীড়ে।
নাকী চোখের ভূল?
আসন্ন শীতের এই সকালে
ভূল করে সারা শরীরে লালের পসরা সাজানো কোন
কৃষ্ণচূড়াকেই তুমি ভেবে উৎভ্রান্ত হলাম।
পড়ন্ত আলোয়
ফজলুল হক এভেনিউর ডান পাশের ফুটপাথ ধরে হেটে
চলা নীল শাড়ি জড়ানো,
খোলা চুলের সেই মেয়েটি কি তুমি ছিলে?
সেই হাটার ধরন, পিঠময় ছড়ানো খোলা চুল!
নাকী দিনের শেষে
কোন জারুলের সুনিপুণ অভিনয় ছিল তা!
২| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
চাঁদগাজী বলেছেন:
পোস্ট২ বার দিয়েছেন, ১ টা মুছে ফেলেন।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৮
মোঃ হাফিজুর রহমান সাগর বলেছেন: ধন্যবাদ রুবাইয়াত এবং চাঁদগাজী।
পোষ্টটি অনিচ্ছাকৃত ভাবে দুবার গিয়েছে! মোছার চেষ্টা করছি কিন্তু পারছি না! মুছে ফেলবো সুযোগ পেলেই!
ভাল থাকুন!
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১০
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: বাহ! সুন্দর।