![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ নিয়ে আমার কোন কবিতা নেই!
উল্টেপাল্টে দেখি কবিতার খাতা,
খুঁজে দেখি ফেসবুক, ব্লগ-
সেখানে প্রেম আছে,
বিরহ, সমকালীন রাজনীতিও আছে,
শুধু একুশ নেই।
আমার সীমাহীন স্বপ্নে একুশ নেই,
সমুদ্রসম ভালবাসায়ও একুশ নেই।
আমার অস্বচ্ছ চেতনায় একুশ নেই,
বয়ে বেড়ানো জীবনেও একুশ নেই।
আমার একুশ নিয়ে কোন কবিতা নেই,
আমার কবিতায় একুশ নেই।
©somewhere in net ltd.