নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হাফিজুর রহমান সাগর

সকল পোস্টঃ

"একটি রাজনৈতিক শপথনামা"

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৭

আমি যদি প্রধানমন্ত্রী হই-
ফুল হবে বিনিময় মাধ্যম।
একটা নয়নতারায় ঢাকা-বরিশাল করা যাবে দু\'বার,
একতোড়া হলুদ গোলাপ যোগাবে
একটি সুখি পরিবারের সারা মাসের খরচ।
প্রেমিকার মধ্যমায় হীরে নয়,
ঝকমক করবে প্রেমিকের দেয়া নীল অপরাজিতা।

যদি আমি প্রধানমন্ত্রী...

মন্তব্য০ টি রেটিং+০

"একুশ"

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৬

একুশ নিয়ে আমার কোন কবিতা নেই!
উল্টেপাল্টে দেখি কবিতার খাতা,
খুঁজে দেখি ফেসবুক, ব্লগ-
সেখানে প্রেম আছে,
বিরহ, সমকালীন রাজনীতিও আছে,
শুধু একুশ নেই।
আমার সীমাহীন স্বপ্নে একুশ নেই,
সমুদ্রসম ভালবাসায়ও একুশ নেই।
আমার অস্বচ্ছ চেতনায় একুশ নেই,
বয়ে...

মন্তব্য০ টি রেটিং+০

"হেয়ালী"

২৯ শে মে, ২০১৫ রাত ১১:৩০

ঐ রাতে তুমি চাঁদকে ছুঁয়ে দিলে,
গলে পড়া জ্যোৎস্নায় বিমোহিত পৃথিবী বেমালুম ভূলে গেল-
সে রাতে অমাবস্যা ছিল।

মন্তব্য০ টি রেটিং+০

"আজ প্রেমের দিন"

২৭ শে মে, ২০১৫ রাত ১০:৩০

আজ প্রেমের দিন,
কবরবদ্ধ জীবনে অট্টহাসির তান্ডবে সময় যেখানে সঙ্গিন।
আগুনে পোড়ে স্মৃতির চন্দন,
দগ্ধ হবার অভিপ্রায়ে কুটিল বর্তমান।
তবুও তো আজ প্রেমের দিন!
মেয়েটা সাজবে লাল টিপে,
ঠোটের কষ বেয়ে গড়াবে লালায়িত পাপ,
অদ্ভুতভাবে স্বপ্ন খেলবে...

মন্তব্য০ টি রেটিং+০

"গতকাল-আগামীকাল"

২৭ শে মে, ২০১৫ রাত ১:১৩

আমার গতকাল চলে গিয়েছে,
তোমার সামনে আগামীকাল।
বিচ্ছিন্ন সময়,
আমাদের পৃথিবীতে তাই ধ্বংসের লয়।

মন্তব্য০ টি রেটিং+০

"হতাশাবাদীর আর্তনাদ"

২০ শে মে, ২০১৫ সকাল ১১:৩৪

সূর্যোদয় থেকে সূর্যাস্ত,
গোটা দিন তুই ছেলেটার সাথে কাটালি!
আর আমি?
স্যাতস্যাতে স্বপ্নের পোটলা সাথে নিয়ে,
পরের জন্মে ঐ ছেলে আমি হবো-
তার তদবিরে দেবতার পায়ে মাথা গড়িয়ে দিলাম।
বাতাসে ফিসফাস,
ফায়ারপ্লেসের উষ্ণতায় রাতভর ছেলেটার সাথে তোর...

মন্তব্য৪ টি রেটিং+০

"ভ্রান্তি বিলাস"

১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০১

সকালের পবিত্র আলোয়
রাজা বাহাদুর সড়কের স্বাস্থ্যপ্রেমী মহিলাদের
ভীড়ে লাল কামিজ পড়া মেয়েটা কি তুমি ছিলে?
কাছে যেতে যেতে হারিয়ে গেলে জমাট মানুষের
ভীড়ে।
নাকী চোখের ভূল?
আসন্ন শীতের এই সকালে
ভূল করে সারা শরীরে লালের পসরা...

মন্তব্য৩ টি রেটিং+০

"মানুষটার গল্প"

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৩

মানুষটা মুঠো মুঠো স্বপ্ন নিয়ে ঘোরে,
শূন্য পকেট স্বপ্ন দিয়ে ভরে।
মানুষটা রং তুলিতে বিভোর,
জীবনে কাটে মিথ্যে সুখের আচড়।
গল্প এটা, সেই মানুষটার-
দেখো যাকে সিগনাল বাতির নিচে
নিশ্চল, যেন সে সময়ের বেদিতে আটকে পড়া...

মন্তব্য০ টি রেটিং+০

তুমিই প্রথম"

০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৬

তুমি আমার শততম প্রেম,
নাকী তুমিই প্রথম!
এলোচুলের সিনথিয়া কিংবা কটা চোখের তিয়ানা,
কৃষ্ণকলি মৌমিতা আর অপ্সরা সারা,
রাস্তার মোড়ের সেই মেয়েটা,আমাদের গনিতের শিক্ষিকা
রেবেকা-
এরাও আমার তালিকাবদ্ধ প্রেমিকা।
দুধওয়ালার দেবদূতের মতো বাচ্চাটা, রনদের ডুপ্লেক্স,
বড় কাকার আইফোন,...

মন্তব্য০ টি রেটিং+১

"যদি কারো সময় হতো"

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৬

মধ্যরাতে আমার জন্য যদি কারো সময় হতো,
স্বপ্নের সাথে মিশিয়ে তাকে নেশায় নেশায় সকাল
হতো।
যদি কেউ আমার জন্য গান লিখতো,
ভালবাসার আলতো সুরে পৃথিবীর শ্রেষ্ঠ সংগীত সৃষ্টি
হতো।
আমার জন্য যদি কেউ তার চোখে জল...

মন্তব্য৪ টি রেটিং+১

"ফিনিক্স"

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৬

সবাই সবাইকে ভালবাসুক,
সবাই সবাইকে।
কাক লোভীর দৃষ্টিতে নয়,
ভালবাসার দৃষ্টিতে দেখুক মুরগি ছানাকে।
শিকারি চোখ ফিরিয়ে নিক ঈগল,
সেখানে জমুক ভালবাসার অশ্রুজল।
সবাই সবাইকে ভালবাসুক,
সবাই সবাইকে।
দোতলার ভাড়াটে ভদ্রলোককেও ভালবাসুক তার স্ত্রী,
গড়ুক তারা প্রাগৈতিহাসিক প্রেমকাহিনী।
ম্যাড়ম্যাড়ে যুবক...

মন্তব্য০ টি রেটিং+০

সে আর ফিরলো না"

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪০

সে ফিরবে বলে,
কবি কবিতার পান্ডুলিপির স্তুপ জমিয়েছিল প্রকাশকের বাড়ির দরজায়।
শতশত রাত ধরে জ্বলছিল তারারা,...

মন্তব্য০ টি রেটিং+০

চিঠিঃ ০৯

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৪

রুমী,
সন্ধ্যা নামছে। শীতের সন্ধ্যাগুলো সবসময়ই মনোমুগ্ধকর, উপভোগ করছি প্রান ভরে। কম্বলের উষ্ণতায় নিজেকে জড়িয়ে আলগোছে চ্যানেল পরিবর্তন করতে করতেই আপনাকে দেখলাম! ঠিক আগের মতন, চির তরুন। কি অদ্ভুত, আপনার বয়সটা...

মন্তব্য০ টি রেটিং+০

"বাংলাদেশ"

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৯

হে আমার স্বদেশ,
কতবার ধর্ষিত হলে পড়ে
ইতিহাস তোমায় রেহাই দেবে?
সেই একাত্তর,
ভেবেছিলে শেষ!
অথচ এই উনচল্লিশটা বছর
প্রতিদিন, প্রতিমুহূর্ত কি তুমি ধর্ষিত হওনি?
তোমার শরীরে অপমানের চিহ্ন,
বাতাসে অসুস্থ কামনার আশটে গন্ধ।
প্রমান করতে পারি,
আমি বধির নই।
কান...

মন্তব্য০ টি রেটিং+০

"চিঠিঃ ০৮"

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮




আমার সবসময়ই মনে হতো তোমার প্রতি আমার কোন মায়া নেই, নেই কোন বন্ধন। শুধুমাত্র সময় আমাদের একই পথে নিয়ে এসেছে। যাপিত সময় ফুরোলেই যে যার পথে। নতুবা এতোগুলো বছর কাটালাম...

মন্তব্য০ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.