![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্নউন্নয়ন ই একমাত্র পথ যা আমাদের পজিটিভ মানুষে পরিণত করে
নবদম্পতি বা সংসার করছেন প্রায় অনেকদিন হয়ে গেলো। দাম্পত্য জীবনের অভিজ্ঞতা খুব একটা সুখকর বলে মনে হয়না আপনা্র । মাঝে মাঝে ভাবেন যে বিয়ে করটাই আপানার উচিত হয়নি। আবার এটাও ভাবেন যে ভুল মানুষকে আপনি বিয়ে করেছেন । আসলেই কি এসব ভাবেন আপনি? তাহলে একটু সময় ব্যয় করে আমার লেখাটি পড়ার অনুরোধ রইলো।।
১। Understanding: বিবাহিত জীবনে ভালো বোঝাপড়া থাকাটা অত্যন্ত জরুরি। আপনি একটু ঠাণ্ডা মাথায় ভেবে দেখেন তো আসলেই আপনি আপনার কাছের মানুষটির চাওয়া পাওয়া, ভালো মন্দ কতোটুকু বোঝেন বা সেগুলোর গুরুত্ত দিয়ে থাকেন।
২। Compromising & Sacrificing Attitude: আপনার স্বামী/ স্ত্রী কে ছাড় দেয়ার মানসিকতা রাখতে হবে। নিজেদের ভালো রাখতে চাইলে আপসহীন মনোভাব ত্যাগ করা অতীব জরুরী বিষয় । স্বামী/ স্ত্রী কেউ কারো প্রতিপক্ষ নন এটা মাথায় রেখে চলা উচিত । সবসময় সবকিছুতে ভুল না ধরে বুঝিয়ে বলুন ।
৩। Respect: পারস্পারিক সম্মানবোধ থাকা একটি সুখি দাম্পত্যের অন্যতম বৈশিষ্ঠ্য । এমন কোন আচরণ করা ঠিক নয় যা অন্যকে হেয় করে ছোট করে অথবা সম্মানহানি করে । এটা সাধারণত মেয়েরা বেশি স্বীকার হয়ে থাকেন ।
৪। Expectation: ভালোকিছু আশা সবাই করেন আর এটা মানুষের সাভাবিক প্রবৃত্তি তবে, মাত্রা বজায় রাখার চেষ্টা করবেন। যার কাছে সবসময় আশা করছেন সেও কিন্তু একজন মানুষ তারও আশা থাকবে আপনার প্রতি। বরং আপনি সাভাবিক কিছুর অপেক্ষায় থেকে অনেক বেশি পেলে সেটা আপনার কাছে সবচেয়ে আনন্দের বিষয় বলে হবে।
৫। Personal Space: মান অভিমানের পর্যায় যেন এমন যায়গায় না যায় যেখানে আপনাদের (স্বামী/স্ত্রী) মধ্যে দুরুত্ত বাড়তে থাকে। দুজন মুখোমুখি বসে কথা বলুন। আপনার খারাপ লাগাগুলো প্রকাশ করুন। এখানে ২ নং পয়েন্টটি অনুসরন করতে পারেন।
৬। Introvert Attitude: আপনি হয়ত কিছুটা আত্মকেন্দ্রিক মনোভাবের, তাতে সমস্যা নেই। তবে আপনার স্বামী/স্ত্রীর কাছে সবকিছুতে শেয়ার না করার মনোভাব বদলাতে হবে। আপনার কাছের মানুষটি চায় তার সাথে গল্প করুন, হাসুন, ভালো- মন্দ ঘটনাগুলো শেয়ার করুন ।
৭। Surprising Moment: মানুষের সভাবগত বৈশিষ্ঠ্য হচ্ছে, অপ্রত্যাশিত মুহূর্ত যা মানুষকে আনন্দিত করে এমন কিছু চাওয়া। এর মানে আড়ম্বরপূর্ণ কিছু করা নয়। আপনার প্রিয় মানুষটিকে মাঝেমাঝে সেই মুহূর্তগুলো দিন। এটা করতে পারেন যখন সে আপনার উপর অভিমান করে থাকে। দেখবেন মুহূর্তেই সব অভিমান, রাগ শেষ হয়ে গেছে।
বি. দ্র : Ego শব্দটি সম্পর্কে সবাই জানেন। স্বামী স্ত্রীর মধ্যে এত বেশি ঈগো থাকা ঠিক না। আপনার দাম্পত্য জীবনে উপরের এই 'সুপার- 7' অনুসরন করুন ঈগো থাকবেনা। একটি সুখি দাম্পত্য জীবন সবারি কাম্য কিন্তু সুখি হতে সুসম্পর্ক রক্ষার চর্চা করতে হয়।
সবার দাম্পত্য জীবন সুখ ও স্বাচ্ছন্দে ভরে উঠুক।।
Rokunuzzaman Khan
(Psychological Counseling Practitioner)
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উপদেশ দেওয়া সহজ, বাস্তবে তা' পালন করা কঠিন।
২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩২
সাগার খান বলেছেন: অনেক দুঃখিত ভাই । উপদেশ নয়, আমার রিসার্চ করে বের করা এই ৭ টি পয়েন্ট । মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন করা যায় না আসলে। মানুষের জিদ অহংকার আর আবেগ সহজে ছাড়তে পারে না । তবুও কিছু কিছু বিষয় এড়িয়ে গেলে সুখী থাকা যায়
ধন্যবাদ আপনাকে
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩২
সাগার খান বলেছেন: ধন্যবাদ ম্যাম !
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: আমি মনে হয় সুখী।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩
সাগার খান বলেছেন: দোয়া রইলো, ধন্যবাদ!
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হুম! বুঝলাম! তবে পাইলাম না!
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:২৬
জাহিদ হাসান বলেছেন: অবিবাহিত
