![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
WLAN এবং Wi-Fi এর মধ্যে পার্থক্য কি ?
জানা থাকলে আওয়াজ দিন।
২| ২৭ শে জুন, ২০১১ রাত ৯:০৮
আসিফ রেজা রাজ বলেছেন: WLAN হলো চাল ভাজা আর Wi-Fi হলো মুড়ি............দুইটাই সেম জিনিষ মিয়া ভাই।
WLAN কে বলা হয় Wi-Fi, আর WPAN কে বলা হয় Wi-Media.
৩| ২৭ শে জুন, ২০১১ রাত ৯:৩৮
ফোন বলেছেন: WLAN (ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক) টেকনোলজীর নানান স্টান্ডান্ড রয়েছে। যেমন IEEE 802.11b,a,g,n ইত্যাদি। এদের মধ্যে IEEE 802.11b স্টান্ডার্ডটাকে বলা হয় Wi-Fi (ওয়াইফাই - ওয়ারলেস ফিডেলিটি)...এটাই একদম প্রথম এসেছে ৯০ এর দশকের শেষদিকে। কিন্তু আজকাল মানুষজন সাধারনভাবে পরের ভার্সনগুলোকেও ওয়াইফাই বলে।
অর্থাৎ যেকোন জায়গায় WLAN থাকলেই এখনকার দিনে সেটাকে সংক্ষেপে Wi-Fi বলে ডাকা হচ্ছে। এই হল মূল কথা। আর কিছু জানতে চান?
২৭ শে জুন, ২০১১ রাত ১০:৪৪
শাহাদাত সুমন বলেছেন: আমি ভেবেছিলাম দুটি ভিন্ন ভিন্ন প্রযুক্তি এবং WLAN হচ্ছে বেকডেট এবং
Wi-Fi হচ্ছে আপডেট প্রযুক্তি। কারন এখন Wi-Fi এর কথাই শোনা যায়।
আপনাকে ধন্যবাদ।
৪| ২৭ শে জুন, ২০১১ রাত ৯:৪০
ফোন বলেছেন: স্টান্ডান্ড -> স্টান্ডার্ড
৫| ২৭ শে জুন, ২০১১ রাত ৯:৫৮
কিছুক্ষণ বলেছেন: 1. WLAN is a type of computer network in a relatively small area that dismisses the use of physical means of interconnectivity.
2. WI-FI is a trademark name to brand devices compliant to IEEE 802.11 standards.
3. Devices in a WLAN essentially use WI-FI branded products.
4. A WI-FI ready device simply means that it is ready for network operation within a WLAN.
৬| ২৭ শে জুন, ২০১১ রাত ১১:১৬
সবুজ মানব বলেছেন: ল্যান আর ইন্টারনেটের মধ্যে পার্থক্য।
৭| ২৭ শে জুন, ২০১১ রাত ১১:৫৯
কানেক্টেড বলেছেন: WLAN ( Wireless Local Area Network) আমরা কয়েকভাবে করতে পারি
a. Bluetooth IEEE802.15
b. IR
c. WiFi (IEEE 802.11 a,b,c,d,e,f,g,h,i,j,k,l,m,n)
a,b,.....এগুলো হল বিভিন্ন সময় যে update or add হইছে সেগুলা ।like computer এর different প্রজন্ম আছে। প্যাচাল কম হওয়ার জন্য ab c d use করছে।
Fidelity মানে বিশ্বস্ততা।
IEEE এর অনেকগুলা কাজের মধ্যে একটা হল বিভিন্ন standard এর name select করা, defination দেয়া etc
২৮ শে জুন, ২০১১ সকাল ১১:৫৮
শাহাদাত সুমন বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১১ রাত ৯:০৭
টি-ভাইরাস বলেছেন: WLAN
Wi-Fi