নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

অনড় সন্ধ্যায় ২

১৯ শে মে, ২০১৯ রাত ২:৩৮


আমার লিখা প্রথম কবিতা। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিজ্ঞ পাঠকগণ। আমি বয়সে অনেক ছোট।

অনড় সন্ধ্যায় তোমার অপেক্ষায়,
তুমি নাকি ব্যস্ত নানা রঙ তামাশায়।
ইচ্ছেরা আজ হয়েছে তোমার অবহেলার স্বীকার,
ভুল মানবীর প্রেমে আমি ভেঙে গেছি বারবার।
তোমার ভালবাসায় আমি হতে চেয়েছি নিখোঁজ,
সে ভালবাসার কারনেই বারবার দিয়েছো দোষ।
দিনের পর দিন তোমার অবহেলায়,
আমার ভালবাসা পাড়ি জমায় নিকোটিনের ধোঁয়াশায়।
কয়েকটি রাত নির্ঘুম চোখের জলে বালিশ ভেজা আসমান,
সে চোখের জলস্রোতে তোমার কিস্তি ভাসমান।
আমি চোখের পানি ঝরাতে ব্যস্ত,
তুমি তোমার লীলা খেলায় লালায়িত।
ক্ষুদ্র সময়ের জীবনে কতটা হবে তুমি নষ্ট,
ওহে ছলনার মানবী কতটা দেবে আমায় কষ্ট।
তুমি নিজেই নিজেকে প্রশ্ন করবে একদিন,
এক মৌসুম পর্বে কেঁদেছিলো সে প্রতিদিন।
তুমি যখন ফিরিয়ে আনতে চাইবে আমায়,
তখন আমি অনেক যোজন দূরে যাব চলে
তোমার নীড়ে প্রস্থান হবেনা বলে।
একাকীত্বের স্বাদ আস্বাদন করবে তুমি এখন,
যেমন আমি করেছিলাম,তোমার ব্যাথায় তখন।
বিষাদময় হবে সময় ঘড়ির কাটার মতন,
হৃৎপিণ্ড জ্বলবে তোমার কাঠ পোড়ার মতন।
পূর্বে তোমার সেই বলা বাক্য আমায়,কেন করছো নিছক অভিনয়?
এখন আমি কি বলবো তোমায়?
আক্ষেপ করো নাকি অভিনয়?

মন্তব্য ৩৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৯ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:


বয়সে ছোট হলে, এত বড় প্রেমের কাহিনী কেন? ছোটদের পৃথিবী কি প্রেম দিয়ে শুরু হয়?

১৯ শে মে, ২০১৯ রাত ৩:২৬

মেঘ প্রিয় বালক বলেছেন: প্রিয় চাঁদগাজী ভাই,বয়স সবেমাএ ২৩. এখনিই তো সময় ভালবাসার। বয়সে ছোট হলে কি? আমার মন তো আর ছোট নয়। মন তো চায় ছোট পৃথিবীটা যেন প্রেম দিয়েই শুরু হোক। বুকের বাম পাশ থেকে ভালবাসা গ্রহন করিবেন।

২| ১৯ শে মে, ২০১৯ রাত ২:৫১

বলেছেন: বাহ বেশ +

দেবে আমার কষ্ট -- দেবে আমায় কষ্ট?
বানান - ধোঁয়াশায়


চলুক প্রচেষ্টা। শুভ কামনা।।

১৯ শে মে, ২০১৯ রাত ৩:২৮

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার ল ভাই,ভুল বানান গুলো ধরিয়ে দেওয়ার জন্য,আমি সংশোধন করে নিয়েছি। ভালবাসা জানিবেন।

৩| ১৯ শে মে, ২০১৯ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:


শিরোনাম থেকে "প্রিয়" শব্দটি কিভাবে বাদ পড়লো?

১৯ শে মে, ২০১৯ রাত ৩:৩০

মেঘ প্রিয় বালক বলেছেন: প্রিয় শব্দটি কি শিরোনামের সাথে মানাবে??

৪| ১৯ শে মে, ২০১৯ রাত ৩:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রথম হিসেবে চমৎকার হয়েছে :)

লিখতে থাকুন.......

১৯ শে মে, ২০১৯ রাত ৩:৩২

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স ভাই,আপনার উৎসাহ আমার জন্য আর্শীবাদ।

৫| ১৯ শে মে, ২০১৯ ভোর ৫:১৩

কালো যাদুকর বলেছেন: প্রথম কবিতা মনেই হচ্ছে না। চলুক নবীন কবি। ++

১৯ শে মে, ২০১৯ ভোর ৫:৪৬

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ কালো যাদুকর,তাজা ভালবাসার শুভেচ্ছা গ্রহন করিবেন। আমার ব্লগে এটাই আপনার প্রথম মন্তব্যে প্রিয় ব্লগার ভাই। তাও আবার আমার প্রথম কবিতায়।

৬| ১৯ শে মে, ২০১৯ ভোর ৬:৫৭

লাল মাহমুদ বলেছেন: একাকিত্বের স্বাদ আস্বাদন করবে তুমি এখন,
যেমন আমি করেছিলাম তোমার ব্যথায় তখন।

কবিতা ভালো লেগেছে। চালিয়ে যান,,,,

১৯ শে মে, ২০১৯ দুপুর ১:০৪

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা জানিবেন।

৭| ১৯ শে মে, ২০১৯ সকাল ১০:৩৫

ওমেরা বলেছেন: প্রথম হলেও ভালই হয়েছে । আরো লিখুন বেশী বেশী লিখুন , আরো ভালো হবে।

১৯ শে মে, ২০১৯ দুপুর ১:০৫

মেঘ প্রিয় বালক বলেছেন: ইনশাআল্লাহ,দোয়া করবেন আমার জন্য।

৮| ১৯ শে মে, ২০১৯ সকাল ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: মেঘ প্রিয় বালক,




প্রথম কবিতা অন্যরকমই হবে।

আরো লিখতে থাকুন। বিদগ্ধ কবিদের কবিতা পড়ুন, তাদের লেখার ধরন খেয়াল করুন। পাশাপাশি ধ্রুপদী সাহিত্য বিশেষ করে গদ্য সাহিত্য পড়ুন।
কবিতা লিখলেই যে অন্ত্যমিল দিতেই হবে, এমন কথা নেই। শব্দে শব্দে মিল না থাকলেও ছন্দ ও মাত্রা কিছু না কিছু থাকতে হবে।

আপনার কবিতা লেখার হাত আগামীতে আরও সবল হোক, এই প্রত্যাশায়।



১৯ শে মে, ২০১৯ দুপুর ১:০৭

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ জানিবেন আহমদ জি এস আপনার পরামর্শ ও মন্তব্যের জন্য। শুভেচ্ছা জানিবেন। চেষ্টা চালিয়ে যাচ্ছি।

৯| ১৯ শে মে, ২০১৯ দুপুর ১:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা ব্লগে লেখা আমার প্রথম কবিতাঃ
আমার কাছে কবিতা

সময় পেলে পড়তে পারেন :)

১৯ শে মে, ২০১৯ দুপুর ১:৪৭

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ ভাই,আপনার সাথে পুনরায় দেখা হচ্ছে আপনার প্রথম কবিতায়।

১০| ১৯ শে মে, ২০১৯ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো হয়েছে। তবে ছবিটা পছন্দ হয়নি

১৯ শে মে, ২০১৯ দুপুর ২:৫৮

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য,ছবিটার জন্য আমি আন্তরিক দুঃখিত,কবিতার সাথে মিল রাখার জন্য এমন ছবি। শুভকামনা নিরন্তর।

১১| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ভাল হয়েছে।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:১৫

মেঘ প্রিয় বালক বলেছেন: হাজার ফুলের তরতাজা ঘ্রানের শুভেচ্ছা আপনার তরে,,,আপনার কবিতা থেকে অনুপ্রাণিত হয়েছি,বলতে পারেন অনড় সন্ধ্যায় ২ কবিতা আপনাকে উৎসর্গ করে লিখা।

১২| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৯ শে মে, ২০১৯ রাত ১১:২৪

মেঘ প্রিয় বালক বলেছেন: রাজীব নূর,আপনাদের মত ব্লগার আছে বলেই সামু ব্লগে লিখতে ইচ্ছে করে। শুকরিয়া।

১৩| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:২৮

চাঙ্কু বলেছেন: কোবতে ভালা হইছে!!

১৯ শে মে, ২০১৯ রাত ১১:২৪

মেঘ প্রিয় বালক বলেছেন: আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়ে গেছে।

১৯ শে মে, ২০১৯ রাত ১১:২৭

মেঘ প্রিয় বালক বলেছেন: প্রিয় ব্লগার আমার ব্লগে এটাই আপনার প্রথম মন্তব্যে, তবে আমার কাছে মনে হলো বিষাক্ত শব্দের ব্যবহার একটু কম হয়েছে,সালাম ও ভালবাসা জানিবেন প্রিয়।

১৪| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৩১

মাহমুদুর রহমান বলেছেন: একাকীত্বের এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে আর খুঁজে পাবে না।

২০ শে মে, ২০১৯ রাত ১২:০৪

মেঘ প্রিয় বালক বলেছেন: ভাই,আমি যে নিঃসঙ্গতা সহ্য করতে পারিনা। বিরাট কষ্টে আছি। ধন্যবাদ

১৫| ২০ শে মে, ২০১৯ রাত ১২:১১

মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: ভাই,আমি যে নিঃসঙ্গতা সহ্য করতে পারিনা। বিরাট কষ্টে আছি। ধন্যবাদ


ধৈর্য ধরুন।ধৈর্যের ফল সুমিষ্ট হয়।

২০ শে মে, ২০১৯ রাত ১:৪৯

মেঘ প্রিয় বালক বলেছেন: ইনশাআল্লাহ।

১৬| ২০ শে মে, ২০১৯ রাত ১:৩৯

কাওসার চৌধুরী বলেছেন:



যৌবনের প্রথম কবিতায় প্রেম থাকবে এটা অনুমেয়। কবিতায় ভালোবাসার নির্মল আকাঙ্খা ফুঁটে উঠেছে। এভাবে লিখতে লিখতে চমৎকার সব কবিতা বেরিয়ে আসবে। লিখুন নিয়মিত। শুভ কামনা রইলো।

২০ শে মে, ২০১৯ রাত ১:৫৯

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। অনেক সুন্দর একটি মন্তব্যে করেছেন আমার ব্লগে। বর্ষার প্রথম বৃষ্টির ভালবাসা আপনার তরে।

১৭| ২০ শে মে, ২০১৯ সকাল ১১:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি তোমার লীলা খেলায় লালায়িত।
ক্ষুদ্র সময়ের জীবনে কতটা হবে তুমি নষ্ট,
ওহে ছলনার মানবী কতটা দেবে আমায় কষ্ট।

...................................................................................
হায় প্রেম
তুমিই আমায় করেছ মহান
নারীর ছলনায় দিয়েছ বেদনা

............................................

২০ শে মে, ২০১৯ দুপুর ১:৩৪

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ ব্লগার স্বপ্নের শঙ্খচিল ,সুন্দর একটি মন্তব্যের শেষে একটি সুন্দর দুটি লাইন তুলে ধরেছেন। শুভকামনা জানিবেন।

১৮| ২০ শে মে, ২০১৯ দুপুর ১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে মে, ২০১৯ দুপুর ১:৩৫

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।

১৯| ২১ শে মে, ২০১৯ রাত ১১:১০

অজানা তীর্থ বলেছেন: আহমেদ জী এস দাদা কথার সাথে একমত হলাম। আর একটু পরতে পরতে সাঁজালে ভালো ভাবে সবকিছু প্রকাশ পায়। লিখতে থাকুন শুভকামনা রইল।

২১ শে মে, ২০১৯ রাত ১১:১৩

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ অজানা তীর্থ। লাল টগবগে তাজা গোলাপের মিষ্টি ভালবাসা গ্রহন করিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.