নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

অানাড়ী কবিতা লেখক।

০৭ ই জুন, ২০১৯ রাত ২:৪৯


তারিখ:-২৪ জৈষ্ঠ্য ১৪২৬ বাংলা

তোমার প্রেমের বেলাভূমি অনেক দামী,
খাঁটি ভালবাসার বিনিময়ে কিনতে চেয়েছিলাম একটু খানি।
রেখেছো দিব্যি বন্ধ মনের খোলা কপাট,
স্বপ্নবাজ আমি তোমার ভালবাসায় হয়েছিলাম কুপোকাত।
তোমার দ্বারপ্রান্তে দাড়িয়ে আমি আনকোরা বালক,
ভালবাসতে এসে দু পায়ে আমি হেঁটেছি বহুদূর।

অন্তর্ভেদী কিছু মিথ্যে আবেগে সয়লাব,
হারিয়ে ফেলেছি আমি মধুরত্বের নব জয়োগান।
বিচলিত শিহরিত জেগে থাকা ভাঙা পাঁজর,
হয়তো তোমার প্রাণে ফিরবেনা আমার চাতোল।

স্মুতিগুলো বুকে জড়িয়ে আমিও পাড়ি দেবো,
অভিমানের ভারে মুক্ত হয়ে বিমূঢ়।
আঠারো পেরিয়েও আমায় চিনোনি চিরকুটে,
অজস্র রজনী বিসর্জন দিয়েও তোমায় বুঝাতে পারি নি।

পালাবদলের ভেলায় চড়ে বদলে গেছো তুমি,
আমার শূন্যতা একদিন অনুভূব করে হাতে নিবে চোখের ফোটা পানি।

আনাড়ী বকলম কবিতা লেখক। কবিতা লিখতে বারবার ব্যর্থ।
ছবি:ইন্সট্রাগ্রাম থেকে সংগ্রহ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৯ ভোর ৫:২৭

বলেছেন: শুভ কামনা রইলো।।

আনাড়ি কবির নারীর টান কেউ একজন বুঝুক।।।।

ভালোবাসা অবিরাম

০৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:২১

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় ল,শুভেচ্ছা জানিবেন। আশায় বুক বেধে আছি আমি। ভালোবাসা নিরন্তর।

২| ০৭ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:২৩

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ রাজীব নূর।

৩| ০৭ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৫

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।

০৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:২৪

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ নীলপরি,জেনে খুশি হলাম,ভালোবাসা নিরন্তর।

৪| ০৭ ই জুন, ২০১৯ রাত ৮:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে তো

০৭ ই জুন, ২০১৯ রাত ১০:৫৮

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ জানিবেন বোন কাজী ফাতেমা ছবি। উৎসাহ ও অনুপ্রেরণা পেলাম। ঈদের শুভেচ্ছা জানিবেন,ঈদ মোবারক।

৫| ০৭ ই জুন, ২০১৯ রাত ৯:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো আপনার আনাড়ি কবিতা লেখক। কয়েকটি টাইপো চোখে পড়ল।

শুভকামনা জানবেন।

০৭ ই জুন, ২০১৯ রাত ১১:০০

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরী ভাই,ঈদের শুভেচ্ছা জানিবেন,ঈদ মোবারক। টাইপো গুলো তুলে ধরলেন না কেন? বলে ফেলুন কোথায় কোথায়?? আমি সংশোধন করে নিবো। ফিরে আসবেন এ আশায় রইলুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.