নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

মুক্ত বাক,মুক্ত চেতনা, freedom of speech

১৩ ই জুন, ২০১৯ রাত ৯:২০


বাক স্বাধীনতা,মুক্ত বাক
তারিখ:-১৩ জুন ২০১৯ ঈসায়ী।
ব্লগ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার চিন্তা-চেতনা, মনের কথা,কবিতা,গল্প,উপন্যাস ইত্যাদি সব ধরনের কথা আমরা পাঠকদের সামনে মোবাইল,ল্যাপটপের কি বোর্ডের মাধ্যমে তুলে ধরি। ব্লগ হলো হাজারো গুনি লেখকদের একটি মিলন সেতু। আমরা ব্লগাররা ব্লগে লেখি,পাঠক ও অতিথিগণ সে সব গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো পড়ে সেখানে মন্তব্য করেন। এক কথায় বলা যায় ব্লগ একটি পাবলিক সাইট। হাজারো মানুষের হাজারো চিন্তা ও মন্তব্য বলার একটি জায়গা।
ব্লগে বাক স্বাধীনতা রয়েছে,বাক স্বাধীনতা বলতে কি বুঝায়,এর কি অর্থ সে বিষয়ে আজ কথা বলার জন্য লিখছি।
বাক স্বাধীনতা,মুক্ত চিন্তা ভাবনা সম্পর্কে শুরুতেই কিছু জেনে নেয়া যাক,আসলে মত প্রকাশ বা বাক স্বাধীনতা বলতে কি বুঝায়?
যে কোন মতামত কি আমরা প্রকাশ করতে পারি বা করার সার্মথ্য রাখি??কিংবা বাক স্বাধীনতার ক্ষেত্র কতটুকু? বাক স্বাধীনতার ক্ষেত্রে শিক্ষিত অশিক্ষিত মানুষও স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রাখে গণতান্ত্রিক দেশে। তাদেরও স্বাধীনভাবে বলার অধিকার আছে। বাক স্বাধীনতা ও মুক্ত চিন্তা ভাবনাকে বিষয়বস্তু বানিয়ে বিশ্লেষণ করলে সারমর্ম যা বেরিয়ে আসে তা হলো, জাতি স্বাধীনভাবে কোন বিষয়ের উপর তার মন্তব্য তার ইচ্ছা তার চিন্তা-ভাবনা প্রকাশ করবে স্বাধীনভাবে। এক কথায় স্বাধীন ডানা মেলে উড়ে যাওয়া পাখির মত। তারপরেও আমাদের মস্তিস্কে হিউম্যান ব্রেইন বাই ডিফল্ট এক ধরনের চলমান প্রক্রিয়া বসানো আছে,যা আমাদেরকে সব সময় সব জায়গাতেই সব কথা বলার ক্ষেত্রে বাধা প্রদান করে। সহজভাবে বলা যায়,প্রত্যেকটি মানুষের ভেতরেই বিবেক নামক একটি সত্তার উপস্হিতি রয়েছে যা মানুষের চাহিদা মোতাবেক যা খুশি তা বলার পরিস্হিতিকে বাধা প্রদান করে বা সিস্টেমকে কিছু সময়ের জন্য স্হির করে দেয়। পৃথিবীর বুকে আমরা বিচরণ করছি,বিশুদ্ব অক্সিজেন গ্রহন করছি এসবি হচ্ছে উপরওয়ালার নিয়ামত। যদি তা না থাকে তাহলে কি হতো সেটা আমরা চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করলেই বুঝতে পাই,দেখতে পাই। ধরে নিন আমি ব্লগে এমন কিছু লিখলাম বা বললাম যার দ্বারা আমাদের দেশের মরহুম গ্রেট লিডার শেখ মুজিবর রহমান,দেশের প্রধানমন্ত্রী বা ওনার ছেলে এসব কথা বা লিখার দ্বারা আক্রান্ত হলেন বা মনে কষ্ট পেলেন। তারা কি ভারাক্রান্ত মন ও রাগ ক্ষোভ নিয়ে বসে থাকবে?? নিশ্চই উত্তর দিবেন না,তারা আমাকে আইনের আওতায় আনবে,আমার বিরুদ্ধে চার্জ নিবে আন্তর্জাতিক আদালতে।
এখন ভাবুন দেশের সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলায় যদি আপনি আইনের আওতায় আনা হয়,আপনার উপর চার্জ নেওয়া হয়,তাহলে বাংলাদেশের ৮৮% মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত কথা বা মন্তব্যের শাস্তি কি?
বাংলাদেশ পেনাল কোড বা ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ ও ২৯৮ ধারা অনুসারে ধর্মাবমাননার অপরাধ প্রমাণিত হলে অর্থদণ্ডসহ সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। সাম্প্রতিককালে বাংলাদেশে ধর্মাবমাননার তীব্রতার পরিপ্রেক্ষিতে এই দুই ধারায় বর্ণিত শাস্তির পরিমাণ হলো এই।
বাক স্বাধীনতা বলতে স্বাধীনভাবে কথা বলার অধিকার। আপনার আছে স্বাধীনভাবে কথা বলার অধিকার। আপনি বলবেন,আপনাকে বাধা প্রদান করার মত কেউ নেই,তবে বলার বা মন্তব্য করার একটি সীমানা পরিধি থাকে। আসলে বাক স্বাধীনতা হলো সর্বস্তরের মানুষের কথা বা মত বক্তৃতা-বিবৃতি ধারণা প্রকাশের একটি মৌলিক মানবিক অধিকার। মানুষ যা চিন্তা করে তা বাধাহীনভাবে বলতে পারার নামই বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার ও পরিধি-সমীনা রয়েছে। আপনি কতটুকু বলবেন বা বলতে পারবেন। বাক স্বাধীনতার প্রাথমিক ধারণাটি মানবাধিকার সম্পর্কিত প্রাচীন নথিপত্রেও পাওয়া যায়। ১৯৪৮ সালে অান্তর্জাতিকভাবে এ অধিকারটি মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ( Universal Declaration of Human Right) আর্টিকেল-১৯ এর মাধ্যমে গৃহীত হয়,যা নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি (International covenant on civil and political Right ICCPR) কর্তৃক স্বীকৃত। একবার নজর করলেই বুঝা যাবে ঐ অান্তর্জাতিক ঘোষণায় বাক স্বাধীনতার পরিধি ও সীমান্তপথ কতটুকু? বলার বা মতামতের ক্ষেত্রে কতটুক আপনার বলার অধিকার আছে। প্রত্যেকেরই কোনো রকম হস্তক্ষেপ এবং বাধা ছাড়াই যে কোন মত পোষণ এবং প্রকাশের অধিকার থাকবে যে কোন ধরণের তথ্য বা ধারনা চাওয়া,এবং তাতে অংশ নেয়ার অধিকার,তা তার পছন্দের যে কোন মিডিয়ার মাধ্যমে বা পাবলিক সাইড গুলিতে হতে পারে। যেমন: মৌখিক,লিখনি,মুদ্রণ,অংকন ইত্যাদি
এ ঘোষণার ভিতরেই যে নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞার কথাও রয়েছে তা হলো (১) বিশেষ কর্তব্য ও দায়িত্ব পালন (রাষ্টীয়, আঞ্চলিক, সামাজিক নেতৃত্ব এ সীমা নির্ধারণ করবে) (২) অন্যের অধিকার, খ্যাতি ও সম্মান সুরক্ষার ক্ষেত্রে (৩) জাতীয় নিরাপত্তার বিবেচনা (৪) নাগরিক সুশৃঙ্খলা সংরক্ষণ (৫) জনস্বাস্থ্য (৬) নীতিশাস্ত্র (ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি,কল্যাণকর সামাজিক রীতি-নীতি ইত্যাদি) সেখানে আরো উল্লেখ আছে যে,এই বাক স্বাধীনতার নামে অশ্লীলতা, বেহায়াপনা,পর্ণগ্রাফি, অসামাজিকতা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্ম নিয়ে এমন কথা যার ভিত্তি নেই,ইত্যাদি অবাধ প্রচারের সুযোগ থাকবেনা। কারো প্রতি বা কোনো বিষয়ে ঘূণা প্রকাশের মাত্রারও সীমা অতিক্রম করা যাবে না। তাহলে বাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা যখন যা খুশি তাই বলা, মত প্রকাশ করা বা প্রচার করা কিংবা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সুযোগ কি আছে?? অবশ্যই উত্তর হবে না!
অথচ ইদানিং প্রায় লক্ষ্য করা যায় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে নানা রকম অশ্লীল ও আপত্তিজনক মন্তব্যও লেখা হচ্ছে মুক্ত চেতনার নামে। আসলে মুক্ত চেতনা কি কাউকে বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য চেতনা? বরং মুক্ত চেতনা তো হওয়া উচিত যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা,প্রতিবাদী হয়ে উঠা। তাহলে ধারাবাহিকভাবে ইসলাম,কোরআন,মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে বিষোদগারের হেতু কি??
আর যারা এ জাতীয় কাজে লিপ্ত তারা বেশিরভাগই অমুসলিম কিংবা অঘোষিত বা স্বঘোষিত নাস্তিক। তাহলে প্রশ্ন রাখা যায়,একজন অমুসলিম কুরআন,হাদীস,ইসলামের রীতি-নীতি, ইসলামিক জীবন-ব্যবস্হা, শিষ্টাচার,আইন কানুন সম্পর্কে কতটুকু জ্ঞান আছে বা রাখে? যতটুকু জানে তা দিয়ে কি নানারকম বিদ্বেষপূর্ণ কথা বলতে পারে? তাহলে উপরে বলা মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক ঘোষণাটি ঠিক থাকলো? আমাদের দেশের পেনাল কোড বা ফৌজদারি দন্ডবিধির ২৯৫ ও ২৯৮ ধারা কোথায় টিকলো?
বর্তমান সময়ে মত প্রকাশ বা বাক স্বাধীনতা এমন একটি বহুল প্রচরিত টার্ম,যা মানুষকে স্বস্তিও দিতে পারে আবার বিড়ম্বনায়ও ফেলতে পারে।
তথাকথিত মুক্ত চিন্তার লেখকের নাম দিয়ে, বিজ্ঞানমনস্ক লেখার দোহাই দিয়ে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা এসব করছে এরা আমাদের আশে পাশেই আছে। আমরা তাদেরকে বলি আহাম্মক,বলি ব্যাটার হুঁশ-বুদ্বি নাই নাকি? কোথায় কি বলতে হয় তাও জানে না? এরা মনে যা আসে তাই বলে। কোনো রাখঢাক না করে বাছ-বিচার না করে বলে ফেলা মানুষদের আমরা বলি পাগল বা উন্মাদ।
কারণ বিবেক সত্তা তাদের ভিতরে নেই,এরা নিজেদেরকে সমাজের সামনে অনেক জ্ঞানী বলে উপস্হাপন করেন। একটি কথা শেষের দিকে না বললেই নয়,আপনি, আমি, আমরা সবাই বলার অধিকার রাখি সব জায়গাতেই। আপনার বলার অধিকার কেউ ছিনিয়ে নেয়নি। বলা বা মতামতের ক্ষেত্রে আমাদের ইসলাম অনেক গুরত্ব দিয়েছে আপনাকে। সন্দেহের বিষয়গুলো আলেম মাওলানা বা মুফতিদের থেকে জেনে সন্দেহ দূর করুন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৯ রাত ১০:৩০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্টটা কি সকালে দিয়েছিলেন?


আপনার পোস্টগুলো পছন্দ হচ্ছে না। লাফালাফি কম করেন। কবিতা লিখেন...

১৩ ই জুন, ২০১৯ রাত ১১:২২

মেঘ প্রিয় বালক বলেছেন: একবার দিয়েছিলাম,কিছু ভুল ছিলো,সংশোধন করে পুনরায় পোস্ট দিয়েছি। আমার পোস্ট সবার পছন্দ হবে এমন কোন খতা নেই,। পছন্দ না হলে সহজেই এড়িয়ে যেতে পারেন। ধন্যবাদ।

২| ১৩ ই জুন, ২০১৯ রাত ১১:০৩

বলেছেন: লেখার বিষয়বস্তু ও বস্তুনিষ্ঠতা বুঝতে পারছি না!!

১৩ ই জুন, ২০১৯ রাত ১১:২৩

মেঘ প্রিয় বালক বলেছেন: একটু মনযোগ দিয়ে পড়লেই বুঝবেন প্রিয় ল। একটু প্যাচানো সহজ ভাবে উপস্হাপন করতে পারিনি।

৩| ১৩ ই জুন, ২০১৯ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: চুপ থাকাটাই ভালো আমার জন্য।

১৩ ই জুন, ২০১৯ রাত ১১:২৫

মেঘ প্রিয় বালক বলেছেন: আপনার ইচ্ছা, আপনার অধিকার ,আপনার বাক স্বাধীনতা।

৪| ১৪ ই জুন, ২০১৯ সকাল ১০:১০

নীলপরি বলেছেন: ব্লগে বা যে কোনো জায়গায়ই অন্যকে আঘাত করে কিছু বলা উচিত না । এখানে অনেকে বিষয় সম্পর্কে না জেনেই তর্ক করেন । এটা ঠিক না । আপনি যার দিকে ইঙ্গিত করেছেন তাঁকে দেখেছি বিধর্মীদের আঘাত করে কথা বলতে । আবার আপনাদেরও আঘাত করেন । আচরণ বোধোগম্য হয় না । আপনি আপনার মতো পোষ্ট দেবেন । কেউ অযৌক্তিক কিছু বললে তাকে যতোটা পারবেন যুক্তি দিয়ে উত্তর দেবেন ।

শুভকামনা

১৪ ই জুন, ২০১৯ দুপুর ১:২৯

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ নীলপরি আমি শুধু বাক স্বাধীনতা কি তা বুঝানোর চেষ্টা করছি। এভাবে চলতে থাকলে ব্লগে হয়তো আমি বেশিদূর লিখতে পারবোনা।

৫| ১৪ ই জুন, ২০১৯ সকাল ১০:৪৫

টারজান০০০০৭ বলেছেন: ভালো লেখা ! ব্লগের ফিল্টারিং এখন আগের চেয়ে ভালো ! তবে মাছই খুব কম ! তাই জাল শক্ত বানাইয়াও মাছের অভাবে , ব্লগের প্রোটিনের অভাব দূর হইতেছে না ! মাছ বেশি থাকিলে না কোনটা খাদ্য আর কোনটা অখাদ্য তাহা পৃথক করা যাইতো।

১৪ ই জুন, ২০১৯ দুপুর ১:৩২

মেঘ প্রিয় বালক বলেছেন: টারজান০০০০৭ বুঝতে অনেক কষ্ট হই্ছে আপনার মন্তব্য। ধন্যবাদ জানিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.