নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদা্ত শাওন

কারও উপকার করতে না পারো কিন্তু ক্ষতি কোরনা। (কার কাছে শুনেছি মনে নেই)

শাহাদা্ত শাওন › বিস্তারিত পোস্টঃ

তুমি (যখন ভালবাসাতে মানুষ হাবুডুবু খায়)

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

তুমি

শাহাদাৎ হোসাইন শাওন



তুমি প্রিয় কবিতা, ছোট্ট উপমা, তুমি বসন্তের সুরেলা কোকিল

তুমি শীতের খেজুর রস, পদ্ম ফোটা ঝিল।

তুমি বর্ষার প্রথম বৃষ্টি, মায়ের কাছে নবজাতকের প্রথম কান্না

তুমি ডাহুকের কর্কশ ডাকের পর একফোটা রক্ত, তুমি কবির প্রিয়ার হাতের রান্না।

তুমি ছায়াছবির স্পেশাল ইফেক্ট, অন্ধের চোখের আলো

তুমি নজরুলের ভাঙ্গার গান, প্রিয় গোলাপ কালো।

তুমি নিজের হাতে লাগানো গোলাপের প্রথম কলি, আমার প্রিয় আশা

তুমি লালনের মধুর কন্ঠ, আমার ভালবাসা।

তুমি ব্রুসলীর শ্রেষ্ঠ এ্যাকশান, মোনালিসার হাসি

তুমি কিংবদন্তির ক্লিওপেট্টা, আমি তোমায় ভালবাসি।

তুমি ম্যারাডোনা, পেলে, ব্যাতিস্তুতার সেরা খেলা

তুমি মরিস গ্রীনের দূর্বার গতি, তোমায় ভাবতেই কাটে সারাবেলা।

তুমি শহীদ আফ্রিদীর ছক্কার মার, ঝড়ো ইনিংস

তুমি স্যাকলাইনের স্পিনের তোড়, মশার ঔষধ ফিনিস।

তুমি আমার স্বপ্ন, আমার চোখের আলো

স্বপ্ন ছাড়া কেউ বাঁচেণা, কেউ থাকেনা ভালো।।



১৯৯৬ সালে রচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.