নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদা্ত শাওন

কারও উপকার করতে না পারো কিন্তু ক্ষতি কোরনা। (কার কাছে শুনেছি মনে নেই)

শাহাদা্ত শাওন › বিস্তারিত পোস্টঃ

তুমি (মানুষ যখন ছ্যাঁকা খায়)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

তুমি

শাহাদাৎ হোসাইন শাওন



তুমি নষ্ট মনের নির্জীব প্রান, অমাবশ্যার নিকষ অন্ধকার

তুমি ছলনাময়ীর মিছে ছলনা, শকুনের পঁচা আহার।

তুমি প্রেমিকের মিছে প্রতিজ্ঞা, মশক কন্ঠের গান

তুমি কাকের কর্কশ কন্ঠ, মাতালের মদ্যপান।

তমি অন্ধকারে ঝিঁঝিঁর ডাক, রাজনীতিকের শ্র“তিহীন বক্তৃতা

তুমি পুলিশের হাতকড়া, নাস্তিকের অসত্য কবিতা।

তুমি সন্ত্রাসীর বজ্রকন্ঠ, বিরোধী দলের আশা

তুমি আঁতেলের ট্যারা চোখ, পরকিয়া প্রেম খাসা।

তুমি ক্লিনটনের মনিকা, ড্রাকুলার হাসি

তুমি স্বৈরাচারের আগ্রাসী মন, নষ্ট সুরের বাঁশী।

তুমি নিজের হাতে লাগানো গাছের মাকাল ফল, ফতোবাজের রায়

তুমি বাঙ্গালীর বড় আশার ফুটবল, চোরাকারবারীর ন্যায়।

তুমি ডন ব্রাডম্যানের অপ্রত্যাশিত শুন্য, চাকুরীর মিছে আশা

তুমি ম্যারোডোনার লালকার্ড, বেকারের হতাশা।

তুমি পূর্ণ চন্দ্র গ্রহন, কাঁটায় জড়ানো লতা

তুমি আমার কষ্টের অতীত, কবিতার ছেঁড়া খাতা।

তুমি মিথ্যে, অসত্য আর জঞ্জাল, আবর্জনা

তোমাকে ভালবেসে পৃথিবীর কেউ সুখী হতে পারবেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.