![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্ন অহংকার, মানুষ্য নীড়ের নষ্ট ছাউনি।
লুকানো ইচ্ছার সম্ভাবনাময় অসম্ভব কথপোকথন।
তারি স্পর্শে, উচ্ছ্বাসিত জোয়ারে চঞ্চল মন
সদা নির্বাসিত, ছন্দের তালে প্রান ভরা মন।
সদা অক্লান্ত ছোটাছুটি, আজানা এক অরন্যে রোদন।
হঠাৎ! আলো আঁধারের মিশ্র গল্প!
ঘুম ভাংলো, সপ্নের পর্দা পড়তে শুরু করল।
বাস্তবায়নের অভিপ্রায়ে স্বপ্ন বিস্তৃত করনের প্রানপ্রন চেষ্টা।
অবশেষে স্বপ্নের পর্দা পড়লো।
দেওয়াল তৈরি হল।
নিষ্ফলিত সপ্নগুলি একটা সীমারেখায় দাঁড়িয়ে।
এ যেন অন্ধকারচ্ছন্ন,
আলোকিত পৃথিবীর রসালো গল্পের এক ইতিহাস।
©somewhere in net ltd.