![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা উপন্যাস আর ভালবাসা নিয়ে হাজির
এই কুয়াশা ভরা শীতবৃষ্টি সন্ধ্যায়,
ঘন কুয়াশায় কাঁপছে শরীর,
শঙ্কা, ভয়, উচ্ছ্বাস,
আজ তোমার মনটা দখল নিব আমি।
তোমার মনটা দখল নিব আমি,
শুরু হবে শীতবৃষ্টিতে একনায়কতন্ত্র,
আর পাহারা দেবে এই ঘন কুয়াশ শতাব্দীর পর শতাব্দী,
চারিদিক ঘিরে দিব কুয়াশার ঘন ঝাপসা বেড়ায়,
জারি করব ১৪৪ ধারা,
সাইনবোর্ডে থাকবে, " শীত আমি ঘন কুয়াশা আমি মানি না ,
তুমি নিরাপদ দূরত্ব বজায় রাখ"।
যত আঘাত আসুক,
সাহসী যোদ্ধার মত ঠেকিয়ে দেব সব,
নির্বিচারে শেষ করে দিব বিন্দুমাত্র কুয়াশার ঝাপসা বিপদসংকেত,
নিরাপত্তাবলয় সৃষ্টি করব তোমার মনকে ঘিরে,
আমার ভালবাসার উষ্ণতা দিয়ে ,
চাদরে মুড়ে দিব আমাদের শরীরটাকে,
চারিপাশে মোটা হরফে লিখে দিব,"সর্বসাধারণের প্রবেশ নিষেধ"।
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭
শাহরীন মাহাদী বলেছেন: ধন্যবাদ
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
মনিরা সুলতানা বলেছেন: নিরাপত্তাবলয় সৃষ্টি করব তোমার মনকে ঘিরে,
আমার ভালবাসার উষ্ণতা দিয়ে.....
চমৎকার লেখা
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪
শাহরীন মাহাদী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
ভ্রমরের ডানা বলেছেন: সাব্বাস! দারুন হয়েছে কবিতা খানা। এই তো চাই। গুনে গুনে প্রথম ভাললাগা রেখে গেলাম কবি।