![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুটপাতের মধ্যে হাটছিলাম, হঠাৎ দেখি সামনে , ময়লা,দুর্গন্ধযুক্ত কাথাঁ মুড়িদিয়ে বুড়োমত কে যেন একজন গাজাঁ টানছে। আমাকে দেখেই বুড়োটা কাথাঁর ভিতর থেকে মুখ বের করে এনে জিজ্ঞেস করল -- কই যাস?
,বুড়ো লোকটার চেহারা দেখে আমার তো ভীমরি খাওয়ার মত অবস্থা,। বুড়ো লোকটার চেহারা প্রায় আমাদের মহামান্য অর্থমন্ত্রী, আবুল মাল, সাহেবের মত।
আমি বললাম--, বাসায় যাচ্ছি স্যার, তা আপনার এই অবস্থা কেনো।
-- ধুর বাল,, আমারে স্যার কছ কিল্লাই আমি তোর স্যার হইলাম কবেরে?। গাজাঁ বাবা কইবি।!! আর হুন আমার কল্কিত একটা টান দিয়া যা।
মাতাল মানুষের সাথে তর্কে যাওয়া ঠিক হবেনা ভেবে, আমি চলে যেতে উদ্যত হলাম, কিন্তু মাথায় একটা দুস্টুমি প্লান এসে গেলো,-- এই লোকটাকে টাই কোর্ট পরিয়ে নকল অর্থমন্ত্রী বানিয়ে একটা সেল্ফি তুলে ফেসবুকে আপ্লোড করতে পারলেই আমি কেল্লাফতে। ব্যাস যেই ভাবা সেই কাজ ।
কিন্তু লোকটা এই অফারে রাজি হলোনা তাকে দুই হাজার টাকা সাধলাম রাজি হয়না। তিন হাজার পর্যন্ত বললাম, নাই নাই। তার একটাই শর্ত দশ পুরিয়া গাজা দিতে হবে। অনেক ভেবে শেষমেশে রাজি হলাম।
,
গাজাঁ বাবাকে নিয়ে প্রথমে একটা সেলুনে ঢুকলাম, উনাকে অর্থমন্ত্রীর মত ক্লিন শেভ হতে হবে তাই। নাপিত আমার পরিচিত তাই আমাকে জিজ্ঞেস করলো-- ইনি কে বাঈ। আমি বললাম --বলোতো কে?
নাপিত গাজাঁ বাবাকে ভালো ভাবে লক্ষ করে বলল -- চিনা চিনা লাগতাছে কই জানি দেখছি হেতিরে!!!
আমি বললাম--ইনি আমাদের অর্থমন্ত্রী এইবার চিনেছো।
-- অর্থমন্ত্রী আবার কি বাঈ?
-- থাক তোমার বুঝতে হবেনা উনাকে ক্লিন শেভ করে দাও।
অর্থমন্ত্রি এখন ঝিমুচ্ছে। দেখলাম, অর্থমন্ত্রিকে সেভ করানোর সময় নাপিত বার বার নাক কুচঁকাচ্ছে, আর থু থু ফেলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম -,কি হলো এমন করছেন কেনো?
নাপিত আমার কানের সামনে মুখ এনে ফিস ফিস করে বলল --" বাই অর্থমন্ত্রির শইলের থেইক্কা কুত্তার গু এর গন্ধ আহে!"। এই কথা বলে সে আরও এক দলা থুতু ফেলল। গন্ধটা আমিও পাচ্ছিলাম কিন্তু এটাকে এতক্ষন পাত্তা দেইনি,। নাপিতের কাছে এই কথা শোনার পর আমারও গা গুলিয়ে বমি আসার উপক্রম হলো।
।
আমি আর দেরি না করে অর্থমন্ত্রীকে সেলুনে রেখেই প্রস্থান করলাম।..........
©somewhere in net ltd.