![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিস্তব্ধ রাত ,
জাগেনি চাঁদ ।
ঘুম ঘুম চোখে ,
চেয়ে অপলকে ।
মোমবাতির আলোয় ,
দেখছি তো ভালোই ।
ঘুমের মাঝেও মুখে হাসি ,
হাসিটা বড় ভালোবাসি ।
হাতের তালুতে রেখে গাল ,
দেখছি হয়ে বেসামাল ।
চারিদিক চুপচাপ ,
শুধু শিশিরের টুপটাপ ।
কিছু জমানো আকূলতা ,
না বলা কিছু কথা ।
হোক না সেগুলো বলা চোখের ভাষায় ,
সময়টা যেন এভাবেই চলে যায় ।
অবশেষে বিদায়ের ক্ষণ ,
স্বপ্নময় হোক ও দুটি নয়ন ।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কাব্য
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৯
মনিরা সুলতানা বলেছেন: রাতের কাব্যে ভালো লাগা