![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং ঘুম ভাল হয় না , মশার কামড়ে প্রতিদিন মুখ লাল হয়ে থাকে ।
আমার মশারি পুরানো ,
অনেক দিন না ধোয়ার কারণে মশারির আসল কালার চেনার উপায় নাই ।
চোখ ডলটে ডলটে যখন ঘুমাতে যাবো তখনই কেউ একজন শিতল কন্ঠে বলে উঠলো ,
--এইটা তোমার মশারি নাকি অন্য কিছু ?
আমি চারদিক চেয়ে দেখলাম একটা মশা আমার দিকে তাঁকিয়ে সামনের দুই হাতে ( নাকি পা ) হাত ঘষছে ।
--হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি , এদিক ওদিক পুতুর পুতুর করে কি দ্যাখো ??
-তুমি কথা বলছো ?
একটা মশা ?
--তো তো কি ?
-মশা আমার সঙ্গে কথা বলছে মানুষের মতো ?
--আমি আমার মতো করেই বলছি , তবে শুনছো তুমি তোমার মতো ।
এইটা ইচ্ছে করলে আমরা করতে পারি ।
-তোমার নাম কি ?
--পটাংন্দ্র নাথ ঠাকুর,
-নাম টা চেনা চেনা লাগছে কেমন?
--তোমাদের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নামের মিল পাচ্ছ, তাই চেনা চেনা লাগছে ??
আসলে আমি ও ঠাকুর বংশের । আমার দাদার! দাদার! দাদার! দাদার! দাদার! দাদার! দাদা ! তোমাদের রবীন্দ্রনাথ কে একবার কামড়েছিলেন । তখনকার মশাদের প্রেসিডেন্ট জবাব ভুয়াংচু আমার দাদাকে সন্মান করে ঠাকুর উপাধি দিয়েছিলেন ।
আমি সেই বংশের বংশধর ।
আমি হঠাত্ হেসে ফেললাম ।
মাশা আবার ঠাকুর বংশের ।
--এই তুমি আমাকে দেখে হাসছো কেনো ?
জানো আমরা তোমাদের থেকে এবং প্রাণী জগতের সকাল প্রাণীর মধ্যে সেরা ?
-আমি হাসতে হাসতেই বললাম,
কিভাবে শুনি ?
--তোমারা আমাদের দেখে ভয়ে খাঁচার মধ্যে ঢুকে থাকো , আর আমরা ভিতরে ঢুকেই তোমাদের কামড়ায় ।
তোমরা ভিতু ।
-আমরা ভিতু ?
--অবশ্যই ।
--আমাদের পাখা আছে ?
তোমাদের আছে ?
-না,
--তোমরা আমাদের মারার জন্য কতো কিছু আবিষ্কার করেছো ?
লাভ হয়েছে কোনো ?
-কিছু তো হয়েছেই,
--ঘোড়ার ডিম হয়েছে ।
--আচ্ছা তোমরা আমাদের কেনো মারতে এতোকিছু আবিষ্কার করেছো ?
-তোমরা আমাদের কতো বিরক্ত করো , রক্ত খেয়ে শরীরে অসুখ ছড়াও ।
তোমাদের ছড়ানো অসুখে কতো মানুষ মরে যায় ।
তোমরা খুনি ।
--ফাইজলামি কোরো না মিয়া ।
আমরা খুনি হলে তোমরা কি ? কতো রক্তে নিজেদের হাত রাঙ্গিয়েছো ? হাত দেখেছো মিয়া ?
রক্ত খাওয়ার কথা বলছো ?
আমরা তো সুধু মাত্র এক ফোঁটা রক্ত খেয়ে জীবন ধারণ করি ।
আর তোমরা ?
তোমরা নিজেদের রক্ত নিজেরাই খাও ।
স্বজাতি ভাইয়ের রক্ত খাও , ধনি হয়ে গরিবের রক্ত খাও ।
যৌতুক চেয়ে নিজের শ্বশুরের রক্ত চুষে খাও ,
সরকার হয়ে দেশের জনগণের রক্ত নিয়ে রাজনীতি রাজনীতি খেলা করো ?
ধর্ম নিয়ে এক ভাই আরেক ভাই কে হত্যা করো ।
আমরা নিজের জীবনকে এগিয়ে নিতে তোমার একফোঁটা রক্ত খাই ,
আর তোমরা ?
তোমরা রক্ত নিয়ে হলি খেলো ।
খুনি আমরা না ।
আমরা তোমাদের থেকে অনেক সামান্য হতে পারি , কিন্তু তোমরা ?
তোমরা নিজেদের কাছেই নিজেরা সামান্য,। অতি সামান্য ।
তোমাদের নামই মশা হওয়া উচিত ।
মানুষ না ।
ভয়ঙ্কর মানুষবেশী রক্তচোষা ...।।
©somewhere in net ltd.