নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার বার মুছি আবার নতুন করে লিখি। শব্দ সংকট প্রকট ভাবেই দেখা দিয়েছে। এমন হয় কিছু কিছুদিন শেষে শুন্যতা প্রগাড় ভাবে ঘিরে ধরে,কেমন যেনো চাপা হাহাকার,কারন ছাড়াই অনর্থক কিছু বিষন্নতা,অথবা অনাগত আগামীর নির্মমতা মেনে নেয়ারভয় ।

শাহরীন মাহাদী

শাহরীন মাহাদী › বিস্তারিত পোস্টঃ

বৈষম্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৮

যারা টিভিতে সংবাদ পাঠ
করবে তাদেরকে অবশ্যই ফর্সা হতে হবে।
আজ পর্যন্ত কোন
কালো নারীকে আমি সংবাদ পাঠ
করতে দেখিনি।
নারী দিবসে টিভি গুলোতে সারাদিন
নারীর অধিকার নিয়ে খবর প্রচার করে;
অথচ তারা নিজেরাই এই
বৈষম্য সৃষ্টি করে।
যে অনুষ্ঠানে ‘ নারীদের
এগিয়ে আসা’ নিয়ে আলোচনা হয়
সেই অনুষ্ঠানের উপস্থাপক
কখনো কালো নারী হয় না।
এরা আবার সুন্দর সুন্দর বক্তিতা দেয়।
হাস্যকর...
কেন জানি কালো মেয়েদের
ভেতরে এরা কখনো কোন যোগ্যতাই
খুঁজে পায় না।
অনেক প্রগতিশীল নতুন প্রজন্ম
নিয়ে নতুন ভাবে চিন্তা করা শুরু
করেছে।
আমি মন্ত্র মুগ্ধ হয়ে তাদের
কাজ কর্ম দেখতে লাগলাম।
বিভিন্ন বিজ্ঞাপনে আমরা দেখতে পাই
এই প্রজন্মের সুন্দর সুন্দর
ছেলে মেয়েরা কীভাবে দেশ
বদলে ফেলছে...
কেন নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব
করবে শুধু কিছু শহরের
ছেলে মেয়েরা?
সুনাম জঙ্গে জন্ম নেয়া আঞ্চলিক সুরে
কথা বলা তরুণেরা কোন প্রজন্মের?
লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মীরা?
‘ বদলে যাও বাংলাদেশ’ এর সব
স্লোগান সব বিজ্ঞাপন কেন
শুধু আধুনিক কিছু সুদর্শন তরুণ
তরুণীকেই দেখা যায়?
লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্ররা কোন প্রজন্মের?
এদের নিয়ে প্রগতিশীলদের
চিন্তা ভাবনা কী?
কথা বলছিলাম কালো নারী নিয়ে।
কালো কোন রঙ না;
কালো একটা অভিশাপ।
পঙ্গু হয়ে কেউ জন্ম নিলে
সে হাঁটতে পারে না
আর কালো হয়ে কেউ জন্ম
নিলে সে হাসতে পারে না।
কী বিচিত্র নিয়ম কানুন।
আমাদের সবার মায়েরা কী ফর্সা?
তাদের কী কখনো আপনার
অসুন্দর মনে হয়েছে?
ব্যাপারটা দৃষ্টিভঙ্গীর।
পৃথিবীর অনেক দেশ আছে
যেখানে কালো মেয়েকেই অধিক সুন্দর মনে
করা হয় আবার অনেক দেশে ফর্সা মেয়েকে।
এটা পরিবেশ... ইতিহাস ...
দ্বারা প্রভাবিত।
এই উপমহাদেশে কেন ফর্সা মেয়ের এত কদর?
ভারতীয় উপমহাদেশের
প্রাচীন অধিবাসীরা ছিল কালো।
পরবর্তীতে আর্যরা এল।
তারা ছিল ফর্সা।
সেই সময়ই আর্যরা অন্যদের নিচু মনে করত।
আমার ধারণা শত শত
বছরের মানসিক ছাপ
এখনো আমরা বয়ে বেড়াচ্ছি।
সৌন্দর্য কালো অথবা সাদার
উপরে নির্ভর করে না।
কালো অথবা সাদা একটি ‘রঙ’
ছাড়া আর কিছু না।
রঙ কথা বলতে পারে না।
গান গাইতে পারে না।
রঙ নেহাত কিছু কেমিস্ট্রির খেলা।
আর যাই হোক - কেমিস্ট্রি কোন
সৌন্দর্যের ব্যাখ্যা হতে পারে না।
সাত হাজার বছর আগেও
ইউরোপে কোনো ‘সাদা মানুষ’ ছিল না।
তাহলে কী সেই সময় এই
গ্রহে কোন সুন্দর মানুষ ছিল না?
কালো মেঘ দেখলে অনেকের ভাল লাগে।
কালো কাজল ভাল লাগে।
চোখ ভাল লাগে।
শুধু কালো মানুষ দেখলেই
বলে উঠে ' অসুন্দর' ..
তারা নিজেরাই হল অসুন্দর অমানুষ...
সুন্দর চামড়ার মাইরে বাপ..
যার চামড়া যত সুন্দর
তার ভাব তত বেশি।
গায়ে পেতে ঝগড়া লাগবেন না
সবাই এক না এটা বলার প্রয়োজন
মনে করিনা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫১

তার আর পর নেই… বলেছেন: কিন্তু এটা কি? গদ্য না পদ্য?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৫

শাহরীন মাহাদী বলেছেন: কি করব?স্পেস দিয়ে লেইখা ফেলসি,তাই এই অবস্থা!!!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৬

শাহরীন মাহাদী বলেছেন: আগে মোবাইল এ লিখসি তাই!!!

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

অগ্নি কল্লোল বলেছেন: ভাল।।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪

সান্তুইয়া বলেছেন: আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো.....লেখাটা সুন্দর লেগেছে।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা কি আপনার লেখা নাকি কপি করে শেয়ার করেছেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

শাহরীন মাহাদী বলেছেন: আপনি কোথাও দেখেছেন?.।.।.।.।বলে ত মনে হয় না

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোস্টে তো অন্য কোথাও থেকে যে কপি করেছেন বা শেয়ার করেছেন এমন কোন রেফারেন্স বা সুত্র উল্লেখ্য নেই। তাহলে তো ধরে নিতে হবে আপনি লিখেছেন। ঠিক বলেছি কি না বলেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

শাহরীন মাহাদী বলেছেন: অন্য কোথাও থেকে কপি করলে নিচে কার্টেসি দিতাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.