![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নির্ঘুম নির্দয় বেদনা বিলাসী রাত এসেছিলো তোমার অভিমানের ময়ূরপঙ্খি সাম্পানে চড়ে -দাম্ভিক রাজকন্যার মতো, সর্ব বিষাদ বেদনারা ও হয়েছিলো সঙ্গী;
ভালোবাসার বিস্তৃর্ন তৃণভূমি ধূলিসাৎ করে বিরহের ফণীমনসা আবাদ করেছিল ;
মুহূর্ত বোমার মতো আঘাতে আঘাতে
হৃদয়কে বানিয়েছে ধূলিমাখা হিরোশিমা।
সেই রাত!!তোমার অভিমানের রাত!!!
সেই রাতে জেগেছিলাম নক্ষত্রের মতো অবিচল;মহাকালের ব্যর্থ সকল প্রেমিকদের ব্যাথার মশাল জ্বেলে
ছেলের লাশ কাধে নেয়া বাবাদের নিঃশ্বাসের মতো নিঃশ্বাস ভারি করে -খসিয়েছি আশ্রুজল তোমার বিরহে,
তোমার ফেরার পথে চেয়েছিলাম দূর্ঘটনার
কবলে আটকে পরা পর্বত আরোহির মতো
প্রতীক্ষার শেষ বিন্দু ঢেলে,
তুমি আর ফিরোনি,,,,,,,!!!
বিশ্বাস করো!!!
সেই রাতেই কষ্ট হয়েছিলো ভীষন ;
আজ অভ্যাস হয়ে গেছে!!!!!
©somewhere in net ltd.