নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার বার মুছি আবার নতুন করে লিখি। শব্দ সংকট প্রকট ভাবেই দেখা দিয়েছে। এমন হয় কিছু কিছুদিন শেষে শুন্যতা প্রগাড় ভাবে ঘিরে ধরে,কেমন যেনো চাপা হাহাকার,কারন ছাড়াই অনর্থক কিছু বিষন্নতা,অথবা অনাগত আগামীর নির্মমতা মেনে নেয়ারভয় ।

শাহরীন মাহাদী

শাহরীন মাহাদী › বিস্তারিত পোস্টঃ

"মা, আমি তোমাকে খুব ভালোবাসি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

আজকে বিশ্ব ভালোবাসা দিবস। অন্য সবার
মতোন আমারো একজন ভালোবাসার মানুষ
আছে, যাকে আমি খুব খুব খুব বেশি
ভালোবাসি, যার সাথে আমার নাড়ির টান।
আমার মা। এই ভালোবাসা দিবসে আমি
আমার সেই ভালোবাসার মানুষটিকে বলতে
চাই "ভালোবাসি", যার সাথে আমার সম্পর্ক
চিরদিনের।যার সাথে কখনো আমার ব্রেক-
আপ হবে না, যে আমাকে ছেড়ে কখনো যাবে
না।অন্য আর যে সম্পর্কই আমরা তৈরি করি
না কেন, শাশ্বত যে সম্পর্ক তাকে ভুলে
যাওয়া কখনোই উচিৎ নাহ।
."মা, আমি তোমাকে খুব ভালোবাসি।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে..."

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

অগ্নি কল্লোল বলেছেন: মা আমি তোমাকে খুব ভালবাসি।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: শত শত বাঁচি থাকুক আপনার মা.... সবার মা!! :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.