নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার বার মুছি আবার নতুন করে লিখি। শব্দ সংকট প্রকট ভাবেই দেখা দিয়েছে। এমন হয় কিছু কিছুদিন শেষে শুন্যতা প্রগাড় ভাবে ঘিরে ধরে,কেমন যেনো চাপা হাহাকার,কারন ছাড়াই অনর্থক কিছু বিষন্নতা,অথবা অনাগত আগামীর নির্মমতা মেনে নেয়ারভয় ।

শাহরীন মাহাদী

শাহরীন মাহাদী › বিস্তারিত পোস্টঃ

আসলে কি এটা? love???

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩

একটা ছেলে যখন একটা মেয়েকে প্রোপোজ করে, এর আসল অর্থ কী? এর আসল অর্থ হওয়া উচিত, "আমি তোমাকে ভালোবাসতে চাই...আমরা কি কিছুটা ক্লোজ হতে পারি? বন্ধুত্বটা কি শুরু করা যায়?"
→আর যখন মেয়েটা "হ্যা" বলে, এর মানে হওয়া উচিত, “হ্যা কাছে আসা যাক..বন্ধুত্ব করা যাক"
→তারপর আন্ডারস্ট্যান্ডিং, গভীরভাবে একে অপরকে জানা, তারপর যদি ভালোবাসা হয়, তো হবে, নাহলে নাও হতে পারে।
→এই জন্য “প্রোপোজ” ব্যাপারটা আমার কাছে পছন্দ হয় না..ভালোবাসা এমনিতেই হয়ে যায়..এজন্য এতো ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা লাগে না।
.
✎তাহলে ভালোবাসা কিভাবে হবে? আমার মনে হয়, একটা সত্যিকারের ভালোবাসা শুরু হয় বন্ধুত্ব থেকে..
হ্যা, বন্ধুত্বকে ভালোবাসার সিড়ি বলা যেতে পারে...
.
✎একটা ছেলে ও মেয়ে যখন একে অপরের বন্ধু হবে...তখন তারা গল্প করবে, আড্ডা দেবে...এই গল্প আর আড্ডায় উঠে আসবে জীবনের চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তির কথাগুলো..
উঠে আসবে একান্ত পরিকল্পনা,
পছন্দ-অপছন্দ আর লালিত স্বপ্নের কথাগুলো...এভাবেই দিনে দিনে সম্পর্কের ছোট চারা গাছটি ডালপালা গজিয়ে ভালোবাসা নামক বৃক্ষে রূপান্তরিত হবে..দুজন একে অপরের মাঝে মাঝে খুজে নিতে শুরু করবে সুখ আর হাসি..ভাগাভাগি করে নেবে কষ্টগুলো...তারপর উপলব্ধি করবে যে, এই মানুষটাকেই সে এতদিন চেয়েছিলো, এই মানুষটাকেই রূপকথার রাজ্যে দেখেছিলো...আমার তো মনে হয় এটাই ভালোবাসা...

মন্তব্য ৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৪

গেম চেঞ্জার বলেছেন: ভাল বলেছেন। এইভাবে প্রপোজ করাটা কেমন যেন কৃত্রিম কৃত্রিম লাগে।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩২

আমি মিন্টু বলেছেন: হুম প্রপোজ করতে থাকুন

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

জনৈক অচম ভুত বলেছেন: প্রপোজের পরে ভালবাসা নয়, ভালবাসার পরে প্রপোজ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.