নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার বার মুছি আবার নতুন করে লিখি। শব্দ সংকট প্রকট ভাবেই দেখা দিয়েছে। এমন হয় কিছু কিছুদিন শেষে শুন্যতা প্রগাড় ভাবে ঘিরে ধরে,কেমন যেনো চাপা হাহাকার,কারন ছাড়াই অনর্থক কিছু বিষন্নতা,অথবা অনাগত আগামীর নির্মমতা মেনে নেয়ারভয় ।

শাহরীন মাহাদী

শাহরীন মাহাদী › বিস্তারিত পোস্টঃ

কপাল !!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১০

মার্কেটের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ব্যাগ লাগেজের দোকানে এসে থমকে দাঁড়ালাম। খুব পরিচিত একটা মুখ হৈচৈ করে লাগেজ কিনছে। মেয়েটা আমার স্কুল লাইফের ফ্রেন্ড, গায়ে পড়ে খুব খাতির জমাতে চাইতো তখন, পাত্তা দিতাম না। জোর করে টিফিনের ভাগ দিতে চাইতো, খেলতে চাইতো আমার সাথে- অসহ্য লাগতো খুব। তাও মেয়েটা আমার সাথে ঘুরঘুর করতো। কলেজে উঠার পর আর যোগাযোগ হয় নাই, আমিও ভুলে গিয়েছিলাম। সাদামাটা গায়ে পড়ে ভাব জমানো মেয়েটাকে মনে রাখার কোন কারণ নেই। ছয় বছর পর আজ সেই মেয়েটাকে দেখে বুকে মোচড় দিলো- ঝলমলে গর্জিয়াস তরুনি হয়ে গেছে সে! এগিয়ে গিয়ে কথা বলতে ইচ্ছে হলো একবার- পারলাম না। মেয়েটার সাথে বয়স্ক কালো এক লোক, আরে দুই তিনজন বয়স্ক মহিলা- এত মুরুব্বির মধ্যে গিয়ে তাকে ডাক দিতে সংকোচ হচ্ছিলো খুব।
.
মোবাইলে চার্জ শেষ- বাসায় পৌঁছেই প্রথমে পিসিতে বসে ফেসবুকে তাকে খুঁজে বের করতে হবে- ভাবলাম আমি। স্কুলে থাকতে এত পাগলামি করতো, এতদিন পর সেই বন্ধু ফেসবুকে নক দিলে কি খুশি হবে ভাবতেই ভালো লাগলো। বাসায় পৌঁছে ফেসবুকে ঢুকে ওর নাম লিখে ফেসবুকে সার্চ দিলাম। খুঁজেও পেলাম। তারো ওয়ালে ঢুকেই আমার চোখ ধাঁধিয়ে গেলো।
.
শেরওয়ানী পাগড়ি পরে বর সেজে বসে থাকা সেই মুরুব্বি চেহারার লোকটার পাশে বউ সাজে কি গর্জিয়াসই না লাগছে আমার স্কুল লাইফের বান্ধবিটাকে। এই মাত্র একটা স্ট্যাটাসও দিয়েছে- "লাগেজও কেনা শেষ, এখন বাকি শুধু গোছগাছ- কক্সবাজার উই আর কামিং ফর হানিমুন- feeling excited

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

নুরএমডিচৌধূরী বলেছেন: Excellent
More+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.