নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার বার মুছি আবার নতুন করে লিখি। শব্দ সংকট প্রকট ভাবেই দেখা দিয়েছে। এমন হয় কিছু কিছুদিন শেষে শুন্যতা প্রগাড় ভাবে ঘিরে ধরে,কেমন যেনো চাপা হাহাকার,কারন ছাড়াই অনর্থক কিছু বিষন্নতা,অথবা অনাগত আগামীর নির্মমতা মেনে নেয়ারভয় ।

শাহরীন মাহাদী

শাহরীন মাহাদী › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিত্ব

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৪

আমি মনে প্রাণে বিশ্বাস করি, একজন সত্যিকার ভালো মানুষ, সে সবসময়ই ভালো ... যতই দুর্বলতম মূহুর্ত আসুক কিংবা যতই লোভনীয় সুযোগ আসুক ... বিবেক শেষ মুহুর্তে এসে তার হাত চেপে ধরেই!!
প্রেমের ছলনায় ফেলে কোন মেয়ের সর্বনাশ করা তো দুরের কথা ... নিজের প্রেমিকাও যদি বলে "বাসায় কেউ নাই তুমি চলে আসো" ... সে তখন নিজেকে শাসায়, তার মনের ভেতর বাবা-মায়ের মুখটা ভেসে উঠে ... কি অসম্ভব বিশ্বাসই না করেন তারা তাকে ... নিজেকে সামলিয়ে "বিয়ের আগে এসব হবে না"- সাফ জানিয়ে দেয় সে!!
কি? অবাস্তব মনে হচ্ছে? এরকম কোন ছেলের অস্তিত্ব নাই? নাকি বলবেন ছেলেটা কাপুরুষ ... আবাল একটা?
যা খুশি ভাবতে পারেন ... বাট দা ট্রুথ ইজ, একটা মেয়ে কোন ছেলের সাথে রিলেশন ব্রেকাপের অনেক দিন পরও তার খোঁজ খবর নিয়মিত তখনই নেয়, যখন সে ভেতর থেকে জানে, ছেলেটার মনে কোন নোংরামি ছিলনা ... হয়তো কোন কারণে তারা আর কমিটমেন্টে নাই, কিন্তু ভালোবাসাটাতো মরে যায় নাই ... ভালো একটা মানুষ মনের ভেতর দাগ কাটেই, তাকে ভোলা যায় না!!
আর একটা মেয়ে অপরিচিত একটা ছেলের সাথে পরিচয়ের পর থেকে খুব সামান্য হলেও অবচেতন মনেই দুশ্চিন্তায় ভুগে ... এই মনে হয় ছেলেটা উল্টা পাল্টা দিকে কথা নিয়ে যাবে বা একটু লুলামি করে ফেলবে ... কিন্তু দিনের পর দিন যদি একটা ছেলে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলে ও বন্ধুসুলভ আচরণ করতে থাকে ... খুব ভালো সম্ভাবনা আছে একদিন না একদিন মেয়েটা ছটফট করতে করতে বলে বসবে "তুই এত ভালো কেনোরে? প্লিজ আমাকে ছেড়ে যাসনে কোথাও!!
যারা ভাবেন যাস্ট পোস্টের লাইক দেখে বা পকেটের টাকা দেখে মেয়েরা ভালোবাসে তাদের জন্য সমবেদনা ... লেখা পড়ে, স্মার্টনেস কিংবা চেহারা দেখে হয়তো কেউ বড়জোর ক্রাশ খেতে পারে!!
কারো মনের ভেতর পাকাপাকি জায়গা করে নেয়ার জন্য তাই আপনাকে সবার প্রথম ভালো একজন মানুষ হতেই হবে,
আপনার খ্যাতি, আপনার চেহারা বা টাকার কথা চিন্তা করে তো কেউ আপনাকে ভেবে ভেবে ভালোবেসে চোখের পানিতে রাত গুলো ভেজাবে না, তাই না?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১:১৪

কানিজ রিনা বলেছেন: খুব ভাল লেগেছে। এরকম পোষ্ট যদি
আরও দেন অনেক ভাল হবে।
ধন্যবাদ

৩০ শে মার্চ, ২০১৬ রাত ২:৪৯

শাহরীন মাহাদী বলেছেন: ধন্যবাদ।

২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৩:৩২

মুসাফির নামা বলেছেন: অনেক ভাল কথা বলেছেন।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

শাহরীন মাহাদী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.